দিঘা মোহনায় ফের মৎস্যজীবীদের জালে উঠল তেলিয়াভোলা মাছ। কোটি টাকা মূল্যের এই মাছ পেয়ে স্বভাবতই খুশি মৎস্যজীবীরা।
এদিন প্রায় ১২০টি তেলিয়াভোলার মাছ ওঠে জালে। পরে দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে মাছগুলির নিলাম করা হয়।
সাধারণত গভীর সমুদ্রে এই মাছে দেখা মেলে। এর দর কোটি টাকাও ছাড়িয়ে যায়।
তবে ১২০টি মাছ আগে কখনও দেখা যায় বলে জানিয়েছেন সেখানকার মৎস্যজীবীরা।
মাছগুলির এক একটির ওজন প্রায় ১৮ কেজির মতো। শেষ পর্যন্ত মাছগুলির মোট দাম কত হয়েছে সেই সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি।
তবে এবারই যে প্রথম দিঘায় তেলিয়াভোলা মাছ জালে উঠেছে, এমনটা নয়। এর আগেও দিঘাতে প্রচুর তেলিয়াভোলা মাছ মৎস্যজীবীদের জালে উঠেছে।
২০২১ সালে অক্টোবর মাসেও দিঘা মোহনাতে একসঙ্গে ৩৩টি তেলিয়াভোলা মাছ জালে উঠেছিল।
সেই অক্টোবরেই সুন্দরবনে ৭৫ কেজির বিশাল তেলিয়াভোলা মাছ ধরা পড়েছিল। একটি মাছেরই দাম হয় ৩৬ লাখ টাকা।
এতোগুলি মাছ এদিন দিঘাতে ধরা পড়ায় স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া মৎস্যজীবীদের মধ্যে।
এদিন পর্যটক সহ প্রচুর উৎসাহী মানুষ ভিড় করেন। মহামূল্যবান এই মাছগুলিকে একসঙ্গে দেখার জন্য।