Durga Puja Weather: মহা অষ্টমীতেও বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
নবমীতে পূর্ব মেদিনীপুরে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
সপ্তমীতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টির দেখা মেলেনি কলকাতা এবং তার আশেপাশে জেলাগুলিতে। তবে বাঁকুড়া, ঝাড়গ্রাম-সহ কিছু জেলায় ভারী বৃষ্টি হয়েছে।
ষষ্ঠী সন্ধ্যায় ভারী বৃষ্টি হয় কলকাতায়। বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়ে।
অষ্টমী দিন সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ। তবে বেলা বৃদ্ধি পেতেই রোদের দাপট বাড়তে পারে।
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার এখনই বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।