Durga Puja Rain Alert: পুজোর মধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ তারিখ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
ভিয়েতনাম উপকূল বরাবর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার অভিমুখ মায়ানমার, বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের উপকূল এলাকা বরাবর।
অনুমান করা হচ্ছে, সেই ঘূর্ণাবর্তটি মায়ানমারের কাছে এসে শক্তি বাড়িয়ে নিম্নচাপ কিংবা গভীর নিম্নচাপে পরিণত হবে। তার পরে শক্তি হারাবে।
কিন্তু এই রাজ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে এসে ফের শক্তি বৃদ্ধি করতে পারে। আর তাতেই সপ্তমী থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
অষ্টমী থেকে ফের বৃষ্টি হবে কিনা, তা এখনও স্পষ্ট করেনি হাওয়া অফিস। তবে পুজোর মধ্যে এই ঘূর্ণাবর্ত স্বাভাবিক ভাবেই সকলের মধ্যে চিন্তার কারণ হয়ে উঠেছে।
বুধবার বেলার দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টি হয়। তার জেরে কিছুটা হলেও কমেছে ভ্যাপসা গরম।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না। হাওয়া অফিস জানিয়েছে আপাতত সেখানে বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই।