Advertisement

দক্ষিণবঙ্গ

বাসন্তীর হোগল নদীতে ধস, পুজোর মুখে ঘরছাড়া ২৫ টি পরিবার

প্রসেনজিৎ সাহা
  • বাসন্তী,
  • 08 Oct 2021,
  • Updated 11:10 AM IST
  • 1/7

দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তীতে হোগল নদীতে আচমকা ধসে তলিয়ে গেল একাধিক বাড়ি। পুজোর আগে ঘরছাড়া হয়ে দিশাহারা প্রায় ২৫ পরিবার।

 

  • 2/7

নদী বক্ষে এদিন বেশ কয়েকটি বাড়ি আচমকা নদীর পার ধসে তলিয়ে যায়। শুক্রবার ভোরে তখন প্রায় বেশিরভাগই ঘুমে আচ্ছন্ন ছিলেন বাসিন্দারা।

 

  • 3/7

দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার অন্তর্গত রাধাবল্লভ পুর এলাকায় হোগল নদীতে ধস নামে। একের পর এক বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়ে নদীবক্ষে চলে যেতে থাকে।

  • 4/7

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। নদী তীরবর্তী এলাকায় যে সমস্ত মানুষের বাস তারা এলাকা ছাড়তে শুরু করেছেন।

  • 5/7

স্থানীয় হিসেবে পঁচিশটির বেশি বাড়ি নদীতে চলে গেছে। সরকারি আধিকারিকরা অবশ্য স্থানীয় হিসেব মানতে নারাজ। তাঁরা নিজেদের মতো করে হিসেব করেছেন।

  • 6/7

স্থানীয় প্রশাসনিক কর্তাদের দাবি মোট পনেরোটি বাড়ি নদীগর্ভে গিয়েছে। যদিও তলিয়ে যাওয়া বাড়ি ও আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন।

  • 7/7

খোলা হয়েছে ত্রান শিবিরও। আপাতত সেখানেই ঠাঁই হয়েছে এলাকাবাসীর। অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী বাঁধ মেরামতি হয় নি।  রাধাবল্লভপুর, সজিনাতলা, চন্দ্রকোনা এলাকা তাসের ঘরের উপর রয়েছে। যে কোনও সময় বিপর্যয় ঘটতে পারে। অন্যদিকে গত বছরও এ সময় নদীতে ধস নেমেছিল।

Advertisement
Advertisement