বর্ধমান শহরের গোদা অঞ্চলে উদ্ধার নীলগাই। স্থানীয় বাসিন্দা সেখ আজিম জানাচ্ছেন, মঙ্গলবার সকালে ২ নম্বর জাতীয় সড়কের পাশে নীলগাইটিকে পড়ে থাকতে দেখেন তিনি।
সেখ আজিম আরও জানাচ্ছেন, তিনি নীলগাইটিকে আহত অবস্থায় দেখেন। সেটি উঠে দাঁড়াতে পারছিল না এবং পিছনের দিক থেকে রক্তপাত হচ্ছিল।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে। তারপর নীলগাইটিকে নিয়ে যাওয়া হয় রমনাবাগান অভয়ারণ্যে।
বর্ধমান বনবিভাগের রেঞ্জ অফিসার জগবন্ধু দে জানান, প্রাণীটির চিকিৎসা করবেন পশুচিকিৎসকরা। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের সন্দেহ, পাচার করা হচ্ছিল নীলগাইটিকে। সেসময় হয়তো কোনওভাবে গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে আহত হয়েছে প্রাণীটি। এর আগে খণ্ডঘোষের চাগ্রামেও এই ধরনের একটি নীলগাই উদ্ধার হয়েছিল বলে জানা যাচ্ছে।