Advertisement

দক্ষিণবঙ্গ

Snake : একমাস ধরে রাত হলেই ফোঁস শব্দ! কাঁকিনাড়ায় দরজা খুলতেই...

দীপক দেবনাথ
  • কাঁকিনাড়া,
  • 10 Mar 2022,
  • Updated 4:02 PM IST
  • 1/8

Snake : এক মাস ধরে ফোঁস ফোঁস আওয়াজ বাড়ি থেকে। ঘরের মধ্যে কে ঘাঁটি গেড়েছে, তা বুঝতে সমস্যা হয়নি কাঁকিনাড়া কাটাডাঙ্গা বটতলা এলাকার বাসিন্দার। শেষ সাপ ধরার দলকে খবর দিলেন তিনি। (প্রতীকী ছবি)
 

  • 2/8

কাঁকিনাড়া কাটা ডাঙ্গা বটতলা এলাকায় একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল গ্রুপ অফ হিউম্যান এন্ড ওয়াইল্ড কেয়ার নামে শ্যামনগরের স্নেক রেসকিউ টিম। 
 

  • 3/8

বেশ কিছুদিন ধরেই কাটা ডাঙ্গা বটতলা এলাকায় প্রায় সাড়ে ৪ ফুট লম্বা একটি চন্দ্রবোড়া সাপ ঘোরাঘুরি করতে দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়।
 

  • 4/8

স্থানীয়দের দাবি, প্রায় মাসখানেক ধরে সাপটি এখানে ছিল। আতঙ্কে ছিলেন সকলে। শেষে ওই রেসকিউ টিমকে খবর দেন তাঁরা।

  • 5/8

বৃহস্পতিবার বেশ কিছুক্ষণের চেষ্টায় সাপটি উদ্ধার করা হয়। পরে নির্জন স্থানে ছেড়ে দেওয়া হয়। 

  • 6/8

চন্দ্রবোড়া খুবই বিষাক্ত প্রজাতির একটি সাপ। এর কামড়ে রক্ত জমাট-সহ বিভিন্ন সমস্যা এমনকী মৃত্যু হতে পারে। (প্রতীকী ছবি)

  • 7/8

এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন জায়গায় একাধিক গৃহস্থের বাড়ি থেকে চন্দ্রোবোড়া সাপ উদ্ধার হয়েছে।
 

  • 8/8

জানা গিয়েছে, এই সাপটি দীর্ঘদিন ধরে ওই ঘরটাতে ছিল। তবে ওই ঘরে আর কোনও সাপ রয়েছে কিনা তা নিয়ে তল্লাশি চলছে। 

Advertisement
Advertisement