Advertisement

দক্ষিণবঙ্গ

মুখ কুমিরের মতো! ডায়মন্ডহারবারে খালে উদ্ধার বিরল প্রজাতির মাছ

প্রসেনজিৎ সাহা
  • দক্ষিণ ২৪ পরগণা,
  • 28 Oct 2021,
  • Updated 9:23 PM IST
  • 1/10

ডায়মন্ড হারবারে উদ্ধার হল বিরল প্রজাতির মাছ। এক মৎস্যজীবীর এই মাছটি ধরেন। যা দেখে হতবাক অনেকে। 

  • 2/10

বৃহস্পতিবার সকালে দক্ষিন ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ক্রিক খালে মাছ ধরার সময় স্থানীয় এক মৎস্যজীবী একটি বিরল প্রজাতির মাছ ধরেন। 

  • 3/10

মাছটির মুখটা কিছুটা কুমিরের মতো। মৎস্যজীবীরা জানিয়েছে এই মাছটির নাম অ্যালিগেটর গার। 

  • 4/10

ডায়মন্ড হারবার লেলিন নগরের ক্রিক খালে মৎস্যজীবীর জালে ধরা পড়ে এই বিরল প্রজাতির মাছটি। 

  • 5/10

মাছটি লম্বায় প্রায় ৬ ফুট, আর ওজনে প্রায় কুড়ি কেজি।  ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষজন মাছটি দেখার জন্য ভিড় জমান। 
 

  • 6/10

তবে এই মাছটি আদৌ বাজারে বিক্রি হবে কিনা সে সম্পর্কে নিশ্চিত নন মৎস্যজীবীরা।

  • 7/10

অ্যালিগেটর গার দেখা সাধারণ মার্কিন মুলুকে মেল। সেখানে সমুদ্র উপকূল, নদী, কিংবা বড় জলাশয়ে এই মাছের দেখা মেলে।

  • 8/10

তবে ইদানিং ভারতের বেশ কিছু জলাশয়েও এই মাছের দেখা মিলেছে। দুদিন আগেই ঝা়ড়খণ্ডে এমন মাছ এক মৎস্যজীবীর জালে উঠেছিল।

  • 9/10

এই মাছটি জলাশয়ে থাকলে সেখানে বাকি মাছগুলিকে খেয়ে ফেলে। ফলে জলের বাস্তুতন্ত্রে বিরাট প্রভাব পড়ে।

  • 10/10

জানা গিয়েছে, এই মাছটি সবধরনের মাছ, কাঁকড়া, কচ্ছপ, পাখি এবং ছোট সরীসৃপও খেয়ে ফেলতে পারে। 

Advertisement
Advertisement