Advertisement

দক্ষিণবঙ্গ

Rare Fish : কাকদ্বীপে এই মাছ বিক্রি হল ৬০ লক্ষ টাকায়! রাতারাতি ধনকুবের মত্‍স্যজীবী

প্রসেনজিৎ সাহা
  • কাকদ্বীপ,
  • 22 Feb 2022,
  • Updated 1:31 PM IST
  • 1/8

প্রচুর পরিমাণে তেলিয়া ভোলা মিলল কাকদ্বীপে মৎস্যজীবীদের জলে। বাজারে বিক্রি হল ৬০ লক্ষ টাকায়

  • 2/8

দীঘার পর এবার কাকদ্বীপের মৎস্যজীবীদের জালে পড়ল লক্ষাধিক টাকার তেলিয়াভোলা মাছ। 

  • 3/8

সোমবার ১১৪ পিস তেলিয়াভোলা মাছ নগেন্দ্র বাজার আড়তে বিক্রি হয় প্রায় ৬০ লক্ষ টাকার বেশি দামে। 

  • 4/8

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  কাকদ্বীপের গিরিবালা ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এরপর সমুদ্রে তাদের জালে ধরা পড়ে ১১৪ পিস তেলিয়াভোলা মাছ। 
 

  • 5/8

মাছগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকার বেশি। 

  • 6/8

সোমবার নগেন্দ্রবাজার আড়তে আসে তেলিয়াভোলা মাছ দেখতে ভিড় জমান উৎসুক মানুষজন। 

  • 7/8

পাশাপাশি নগেন্দ্র বাজার আড়তের কর্মীরা বলেন, তেলিয়াভোলা মাছের পটকা থেকে জীবনদায়ী ঔষধ তৈরী হয়। তাই মাছের বাজারমূল্য অনেকটা বেশি। 

  • 8/8

এবছর মৎস্যজীবীদের জালে ইলিশ সেভাবে না পড়লেও, জালে তেলিয়াভোলা পড়ায় যেন ভাগ্যের চাকা ঘুরছে কাকদ্বীপের মৎস্যজীবী তপন গিরির।

Advertisement
Advertisement