Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Rain Forecast : বৃহস্পতি থেকে ফের বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?

তপন কুমার নস্কর
তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 22 Feb 2022,
  • Updated 5:34 PM IST
  • 1/10

West Bengal Rain Forecast: রাজ্যে ফের টানা বৃষ্টি হতে পারে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে শুরু হবে বৃষ্টি। যা চলতে পারে শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। শীত ফেরার সম্ভাবনা বিশেষ নেই।

আরও পড়ুন: গোসাবায় বাঘের হানা, মেরেছে গরু-ছাগল, আতঙ্কে কাঁপছেন স্থানীয়রা

  • 2/10

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দু'দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

  • 3/10

২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি এই সময়টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ তারিখ বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ- এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

  • 4/10

তার পরের দিন মানে ২৫ তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। 

  • 5/10

২৬ তারিখে আবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 

 

  • 6/10

কলকাতার ক্ষেত্রে ও কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা কোনও পরিবর্তন হবে না।

  • 7/10

কিন্তু আগামী পাঁচ দিনে আরও দুটি ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে।

 

  • 8/10

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ২৪ থেকে ২৬ এই সময়টার মধ্যে ২৫ তারিখে সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা। সেইসঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। 

  • 9/10

উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আর ঠান্ডা ফিরে আসার কোনও সম্ভাবনা নেই।

 

  • 10/10

বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া, তার শক্তি বৃদ্ধির কারণে এই বৃষ্টি হচ্ছে। ফেব্রুয়ারির শেষ। নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement