Advertisement

দক্ষিণবঙ্গ

PHOTOS:লোমশ কালো বড় মাকড়সা! শ্যামপুরে ফিরল ট্যারেন্টুলা আতঙ্ক

বৈদ্য়নাথ ঝা
  • 02 Jun 2021,
  • Updated 6:49 PM IST
  • 1/6

হাওড়ার শ্যামপুরের কাটাগাছি মন্ডলপাড়ায় ছড়ালো ট্যারেন্টুলা আতঙ্ক। গ্রামবাসীদের অভিযোগ গত কয়েকদিন ধরে ওই এলাকায় বেশ কয়েকটি বাড়িতে বড় আকারের কালো লোমযুক্ত মাকড়সা দেখা গেছে। 

  • 2/6


এই বিষাক্ত মাকড়সা কয়েকজনকে কামড়েছে বলে অভিযোগ। এই কামড়ে একজন যুবকের মাসখানেক আগে মৃত্যু হয় বলেও দাবি করা হচ্ছ। এরপরেই গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
 

  • 3/6

গ্রামবাসীরা প্রথমে নাকোল গ্রাম পঞ্চায়েতে খবর দেয়। সেখান থেকে বন দফতরকে খবর দেওয়া হয়। 

  • 4/6

বুধবার  বন দফতরের কর্মীরা ওই গ্রামে গিয়ে প্রায় সাত-আট টি মাকড়সা ধরে সদর দফতরে পাঠিয়েছে। বন দফতরের কর্মীরা ওই মাকড়সা সম্পর্কে বিশেষ কিছু বলতে পারেনি। গ্রামে এখনো আতঙ্ক রয়েছে।
 

  • 5/6

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহা বিদ্যালয়ের এসিস্টেন্ট প্রফেসর ধ্রুব চন্দ্র ঢালি জানান এই প্রজাতির ট্যারেন্টুলার  কিলোগ্রাফিক্স হার্ডউইকি প্রজাতির। এর কামড়ে সাধারণ ভাবে মানুষ মারা যায় না। তবে হাইপার টেনশন থাকলে মারা যেতে পারে। এদের বিষে মানুষ ভিন্ন অন্য প্রাণীদের মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

  • 6/6


বন দফতরের কর্মী আব্দুল সালাম মল্লিক জানান, এলাকার লোকেরা তাঁদের খবর দেয়। তাই তাঁরা এসেছেন। এই মাকড়শা ট্যারেন্টুলা কিনা তা তাঁদের জানা নেই। এটা একমাত্র প্রাণী বিজ্ঞানীরা বলতে পারবেন। তারা তাদের উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন। তার পরেই একে সঠিক জায়গাতে পাঠানোর ব্যবস্থা করা হবে।

Advertisement
Advertisement