Weather Forecast: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টিপাতের নতুন করে কোনও পূর্বাভাস নেই।
বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে এর প্রভাব দক্ষিণবঙ্গে খুব একটা পড়বে না।
উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে চলতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।
ভোরের দিকে আকাশ মেঘলা থাকছে। বেলা বাড়তেই আবার বৃদ্ধি পাচ্ছে রোদের দাপট। আপাতত বেশ কয়েকদিন আবহাওয়া এমনটাই থাকবে।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা এখন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
ভোরের দিকে তাপমাত্রা বেশ কিছু নামলেও, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বেলার দিকেই মাঝে মধ্যে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হচ্ছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়ার বড় রকমের পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
তবে পুজোর মধ্যে বৃষ্টি হবে কিনা, সেই বিষয়ে আবহাওয়ার কোনও পূর্বাভাস এখনও পর্যন্ত জারি হয়নি।