Weather Forecast: দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হতে পারে।
শুক্রবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হয়েছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আগামী কয়েকদিন তেমনই বৃষ্টি হবে।
শনিবার সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের ক্ষেত্রে এখনই আবহাওয়া বড় রকমের কোনও পরিবর্তন হবে না।
পুজোর মুখে আপাতত বাংলায় ভারী বৃষ্টিপাত কিংবা নিম্নচাপের কোনও পূর্বাভাস নেই।
ফলে বিশ্বকর্মা পুজোতে মাঝারি থেকে হালকা বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হতে পারে।
আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার খুব বেশি একটা পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।