টানা পাহাড়ি বৃষ্টিতে আবারও বিপজ্জনকভাবে বেড়েছে বালাসন নদীর জলস্তর।
জল এতটাই বেড়েছে যে, মুখ্যমন্ত্রীর নির্দেশে সদ্য নির্মিত দুধিয়ার নতুন হিউম পাইপ সেতুর গায়ে ধাক্কা মারছে জল।
নদীর স্রোত দ্রুত বাড়তে থাকায় আশঙ্কা ছড়িয়েছে গোটা এলাকায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ৫ অক্টোবর পুরনো লোহার সেতু ভেঙে পড়ার পরই বিকল্প সেতু নির্মাণের নির্দেশ দেন।
মাত্র তিন সপ্তাহের মধ্যেই প্রায় ৫৪ কোটি টাকায় তৈরি হয় ওই হিউম পাইপ সেতুটি।
স্থানীয় প্রশাসন ও পূর্ত দফতর দ্রুত কাজ শেষ করে চলাচলের জন্য সেতুটি খুলে দেয়।
কিন্তু অক্টোবরের শেষ থেকে পাহাড়ে টানা বৃষ্টির কারণে ফের সেতুর টেকসই হওয়া নিয়ে প্রশ্ন উঠছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং জেলায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা।
সেই বৃষ্টির প্রভাবে বালাসন ও মহানদী সহ অন্যান্য পাহাড়ি নদীগুলিতে জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
নতুন হিউম পাইপ সেতুর গায়ে জল ধাক্কা মারতে শুরু করায় ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি হয়েছে।
সেতুর উভয় প্রান্তে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা মোতায়েন রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “পূর্বের মতো দুর্ঘটনা হলে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই আমরা আতঙ্কে আছি।”
পূর্ত দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “সেতুর নকশা এমনভাবে করা হয়েছে যাতে জল স্রোত সামলাতে পারে, তবুও সতর্ক রয়েছি।”
প্রশাসন জানিয়েছে, জরুরি প্রয়োজনে বিকল্প সড়ক রুট প্রস্তুত রাখা হচ্ছে যাতে যোগাযোগ ব্যবস্থা বজায় থাকে। পরিস্থিতি আরও খারাপ হলে, নিরাপত্তার স্বার্থে অস্থায়ীভাবে যান চলাচল বন্ধ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।