Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Snowfall Darjeeling Sikkim: শনিবার টানা তুষারপাত সান্দাকফু-সিকিমে, ভরা বসন্তেও ঠান্ডা দার্জিলিং-শিলিগুড়িতে Photos

সংগ্রাম সিংহরায়
  • দার্জিলিং,
  • 01 Apr 2023,
  • Updated 4:11 PM IST
  • 1/16

North Bengal Snowfall Darjeeling Sikkim: এপ্রিল ফুল নয়, পর্যটকদের এপ্রিল সারপ্রাইজ এনে দিল দার্জিলিং পাহাড়। ৩১ মার্চ রাত বাড়তেই সান্দাকফুতে তুষারপাত শুরু হয়। ঘন্টাখানেকের মধ্যে কয়েক কিলোমিটার এলাকা পুরু বরফে ঢেকে যায়।

  • 2/16

এর আগে মার্চ মাসে অনেকবার তুষারপাত হলেও এপ্রিল মাসে কবে তুষারপাত হয়েছে অনেকেই মনে করতে পারছেন না। তবে যাই হোক খুশির আমেজ পাহাড়জুড়ে।

  • 3/16

একই সঙ্গে তুষারপাত হচ্ছে সিকিমের বিস্তীর্ণ এলাকাতেও। ছাঙ্গু-বাবা মন্দির যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। ১৫ মাইলের পর পর্যটকদের আর যেতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।

  • 4/16

শুধু সান্দাকফু বা পাহাড় নয়, দুদিন বিরতি দিয়ে ফের মেঘলা আকাশ আর হিমেল হাওয়া ফিরেছে সমতলেও। হিহি কাঁপুনি দিয়ে বাতাস বইছে পাহাড় লাগোয়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সহ সংলগ্ন এলাকায়।

  • 5/16

এমন অকাল আর ঘনঘন তুষারপাত আগে দেখেননি পাহাড়বাসী বলে জানাচ্ছেন খোদ তাঁরাই। এবার গরমে যাঁরা কোথায় যাবেন ভাবছেন তাঁদের জন্য সেরা ঠিকানা হয়ে উঠচে পারে সান্দাকফু। 

  • 6/16

মার্চের প্রায় গোটা মাস জুড়েই দফায় দফায় তুষারপাত হয়েছে সিকিম ও দার্জিলিংয়ে। এপ্রিলের প্রথম দিনও তা অব্যাহত। যা ক্রমশ অবিশ্বাস্য হয়ে উঠছে স্থানীয় সাধারণ মানুষের কাছে।

  • 7/16

দার্জিলিং থেকে কিছুটা উঁচুতে সান্দাকফু। এই সময় সাধারণত তুষারপাত হয় না এখানে। ডিসেম্বর-জানুয়ারি মাসের মধ্যেই সর্বাধিক তুষারপাত হয়। তবে কখনও কখনও হঠাৎ মার্চের শুরুতে তুষারপাত হওয়ার রেকর্ড রয়েছে। তা বলে এপ্রিল মাসে? মনে করতে পারছেন না কেউই।

  • 8/16

এই সময় ক্যালেন্ডার অনুযায়ী ভরা বসন্ত। এ সময় সান্দাকফু বা আশপাশে ফি বছর অর্কিড, রডোডেনড্রনে ছেয়ে যায়। রঙিন ফুল, প্রজাপতি আর পাখির টানে ছুটে আসেন মানুষ। কিন্তু এবার উলটপুরাণ। 

  • 9/16

সাধারণত এ সময় সান্দাকফুতে খুব একটা পর্যটকরা যান না। তবে এবারে ব্যাপার অন্য। সান্দাকফুর খানকতক হোটেল উপচে পড়ছে পর্যটকে। প্রতিদিনের এনকোয়ারিতে নাজেহাল হোটেলমালিকরা। 

  • 10/16

তবে সমতলে আকাশ মেঘলা হলেও, সান্দাকফুতে পরিষ্কারই রয়েছে আকাশ। শনিবার আকাশে ছিল না মেঘ। ফলে ভোর থেকেই মাথা উঁচু করে রয়েছে কাঞ্চনজঙ্ঘা।

  • 11/16

কাকভোরে উঠে যাঁরা অপেক্ষা করছিলেন এক ঝলক তাঁর দেখা পাওয়ার জন্য তাঁরা শনিবার চুটিয়ে উপভোগ করেছে তুষারে ঢাকা পাহাড় ও উপরে সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। 

  • 12/16

দার্জিলিঙের বিভিন্ন এলাকা, ম্যাল থেকেও ঝকঝকে আকাশে দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। ফলে খুশি সকলেই। পর্যটনের সঙ্গে যুক্তদের কেউ কেউ জানাচ্ছেন এটাই শেষ এক দশকে সেরা প্রাকৃতিক মরশুম।

  • 13/16

সমতলে এখন আবহাওয়া মন্দ নয়। মেঘলা আকাশ ঝড়-বৃষ্টি চলছে প্রতিরাতেই। তাপমাত্রাও খুব বেশি একটা নেই। তবে আকাশে মেঘ থাকায় কখনও কখনও গুমোট ভাব দেখা দিচ্ছে।

  • 14/16

তবে পরমুহূর্তেই কনকনে বাতাসে সেই গুমোট ভাব উধাও। সমতলের শিলিগুড়ি থেকে অবশ্য় বেশ কিছুদিন থেকেই আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না মেঘের কারণে। তারফলেও দার্জিলিংমুখী হচ্ছেন অনেকে।

  • 15/16

মার্চের কাজের চাপ মোটামুটি শেষ। ঝাড়া হাতপায়ে যদি পাহড়ের হাওয়া খেতে ইচ্ছে করে, তাহলে এটাই সেরা সময়। কে বলতে পারে এ মরশুমের মতো সুযোগ এ জীবনে আর নাও পেতে পারেন। 

 

  • 16/16

সবচেয়ে বড় কথা, যাদের ঠান্ডা সহ্য হয় না। এ সময় তুষারপাতের সাক্ষী থাকতে পারেন আপনারাও। কারণ যতই বরফ পড়ুক না কেন, আসলে এপ্রিল মাঠে ঠান্ডা তুলনামূলকভাবে কম।

Advertisement
Advertisement