Advertisement

উত্তরবঙ্গ

Saturday Snowfall In Sikkim: নতুন করে বরফে ঢাকল সিকিম, বন্ধ ছাঙ্গু লেক, নাথুলা; দার্জিলিংয়ের কী অবস্থা ?

Aajtak Bangla
  • গ্যাংটক,
  • 25 Mar 2023,
  • Updated 12:46 PM IST
  • 1/8

Saturday Snowfall In Sikkim: ফের নতুন করে তুষারপাত শুরু হয়েছে সিকিমে। বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক টুরিস্ট স্পট। পূর্ব সিকিমের ছাঙ্গু (Changu), নাথুলা (Nathula), বাবা মন্দির (Baba Mandir) এলাকায় তুষারে রাস্তাবন্ধ হয়ে গিয়েছে।

  • 2/8

পর্যটকদের ১৫ মাইল এলাকা পর্যন্ত পারমিট দিচ্ছে সিকিম পর্যটন। সেখান থেকে আগে আর দেওয়া হচ্ছে না। তুষারের লোভনীয় ছবি দেখে কপাল চাপড়াচ্ছেন পর্যটকরা।

  • 3/8

তুষারে ঢাকা কিন্তু বিপদের আশঙ্কায় যাওয়ার উপায় নেই। ঠিক এমনই পরিস্থিতি সিকিমের বিস্তীর্ণ এলাকায়। দুর্যোগের সতর্কতা আছে। সেই সতর্কতা উপেক্ষা করলে পর্যটকরা বিপদে পড়বেন বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

  • 4/8

সিকিমের দিকে তুষারপাতের কারণে অনেক গন্তব্যস্থলে যেতে পর্যটকদের নিষেধ করা হয়েছে। রবিবার থেকেই ভারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জলিংয়ের সান্দাকফুতে তুষারপাত হয়েছে।

  • 5/8

উত্তর সিকিমে সম্প্রতি দুর্যোগের কারণেে হাজারের বেশি পর্যটক রাস্তার উপর আটকে পড়েন। তাদের উদ্ধারে নামানো হয়েছিল সেনা। অনেককে কয়েকদিন ধরে গ্যাংটকে নামিয়ে আনা হয়।

  • 6/8

তবে মরশুমে তুষারপাতকে ঘিরে সিকিমে প্রচুর পর্যটক সমাগম হয়। বিশেষ করে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের মানুষ ছিল প্রচুর পরিমাণে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলাদেশের পর্যটক প্রচুর গিয়েছিল সে রাজ্যে। 

 

 

  • 7/8

আবহাওয়া সতর্কতায় জানানো হয়েছে উত্তর ও পূর্ব সিকিমে আগামী কয়েকদিন ভারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। প্রভাবে লাগোয়া সমতলে শিলাবৃষ্টিও হতে পারে। তাই সতর্ক করা হয়েছে।

  • 8/8

কয়েকদিন ধরেই শিলিগুড়ি সহ লাগোয়া সমতলে পাহাড়ের মতোই ঠান্ডার কাঁপুনি অনুভূত হচ্ছে। আলমারি, ট্রাঙ্কে উঠে যাওয়া কম্বল-মোটা চাদর নেমেছে। সন্ধ্যার পর সোয়েটার জ্যাকেট পরে বাইরে বের হতে হচ্ছে।

Advertisement
Advertisement