প্রবল বর্ষণে বিপর্যস্ত পাহাড় থেকে সমতল। এরই মধ্যে নতুন করে তিস্তায় (Teesta River) জলস্ফীতি ঘটায় তিস্তাপাড়ের বাসিন্দাদের সতর্ক করল প্রশাসন।
বিপদ এড়াতে কয়েকটি এলাকায় নজরদারি শুরু করে দেওয়া হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক সহ পাহাড়ি রাস্তাগুলিতে।
টানা চারদিনের বৃষ্টিতে বিপদের মুখে পাহাড় এবং সমতলের একাংশ। কালিম্পং তো বটেই, দার্জিলিংয়ের একাধিক জায়গায় ধস নেমেছে।
সেলফিদাড়া, ২৮ মাইল, সেতিঝোরায় ধসের জন্য সতর্কতা জারি হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কে। প্রায় সময়ই বন্ধ থাকছে সড়কটি।
ধস নেমেছে দার্জিলিংয়ের সিংমারি সহ একাধিক জায়গায়। এরই মধ্যে টানা ভারী বৃষ্টি হওয়ায় জল বাড়ছে তিস্তায়।
আর এতে আরও বিপজ্জনক করে তুলেছে ১০ নম্বর জাতীয় সড়ককে (NH10)। সমস্যায় তিস্তাপাড়ের বাসিন্দারাও।
তিস্তাবাজার, সেবক, বাসুসুবা, গজলডোবা সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
তবে শনিবার থেকে পরিস্থিতির খানিকটা পরিবর্তন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।