Advertisement

পশ্চিমবঙ্গ

একদিনে ১০৬ পাতার কোডিং এর বই! অনুব্রতর কৃতিত্বে তাজ্জব দুনিয়া

অসীম দত্ত
  • আলিপুরদুয়ার,
  • 14 Jun 2021,
  • Updated 6:49 PM IST
  • 1/11

"কোড ওর্য়াল্ড" মাত্র একদিনে কম্পিউটার প্রোগ্রামিং,ওয়েব ডেভেলপমেন্টে  কোডিং এর উপর ১০৬ পাতার বইটি  লিখে মার্কিন মুলুক সহ বিশ্বের দশটি দেশে  সাড়া ফেলে দিয়েছে আলিপুরদুয়ারের  ১১ বছরের বিস্ময় বালক অনুব্রত সরকার।
 

  • 2/11

গুগলের সিইও সুন্দর পিচাই এর জন্মদিন ১০ জুন। অনুব্রতর কোডিং এর উপর লেখা তার বই আ্যমাজন ডট কমে জমা দেয়। মাত্র ১৬ ঘন্টার মধ্যেই আ্যমাজন অনুব্রতের বইটিকে মান্যতা দেয়।

  • 3/11

অনুব্রতের লেখা কোড ওর্য়াল্ড বইটি আ্যমাজন ডট কমে বেশ সাড়া ফেলে দিয়েছে। আ্যমাজন ডট কমে ই-বুকের পাশাপাশি মার্কিন মুলুকে ছাপা বই হিসেবেও বিক্রি হচ্ছে এবং জনপ্রিয়তা লাভ করেছে।

  • 4/11

বর্তমানে অনুব্রতের এই বইটি মার্কিন মুলুক ছাড়াও অষ্ট্রেলিয়া, ইংল্যান্ড, সহ বিশ্বের ১১ টি দেশে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে ভারতের বাজারে অনুব্রতের লেখা বইটি না পাওয়া গেলেও নেট পাড়াতে বইটির চাহিদা আকাশ ছোঁয়া। 

  • 5/11

আলিপুরদুয়ার পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের একটি আবাসনে মা, বাবার সাথে থাকে অনুব্রত সরকার। একটি বেসরকারি ইংরেজি মাধ্যেমের ক্লাস সিক্সের ছাত্র অনুব্রত।

  • 6/11

তারা বাবা কৌশিক সরকার এবং মা শান্তা সরকার দুজনেই হাইস্কুলের শিক্ষক। ফলে বাড়তি পড়াশুনোর পরিবেশ ছোট থেকেই ছিল।

  • 7/11

ছোট বেলা থেকেই কম্পিউটারের প্রতি তার অমোঘ টান। ক্লাস থ্রি থেকেই কম্পিউটারে হাতে খড়ি। তারপর থেকে কানে হেডফোন, হাতে কি বোর্ড নিয়ে বসে থাকে সে।

  • 8/11

অনুব্রত জানিয়েছে সুন্দর পিচাই আমার আদর্শ। আমি ওঁকে অনুসরণ করি। ওঁর জন্মদিন ১০ জুনে  আমার লেখা বইটি আমি আ্যমাজনে জমা দিই।

  • 9/11

আমার বইটি জমা দেবার মাত্র ১৬ ঘন্টার মধ্যেই আমাজন আমার বইটি ইন্টারনেটে প্রকাশ করে। পরে তা ছাপার অক্ষরে প্রকাশিত হয়। আমার বইটি ছাপার জন্য আমি আ্যমাজনের কাছে কৃতজ্ঞ।

  • 10/11

অনুব্রতের লেখা বইটিতে কম্পিউটার প্রোগ্রামিং এর উপর বিস্তারিত রয়েছে। সেই বইটিতে ফায়ারবেস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, জাভা স্ক্রিপ্ট  মতো অনেক জটিল বিষয় তুলে ধরেছে ছোট্ট বিস্ময় বালক।

  • 11/11

২০২০ সালে এই বিস্ময় বালকের তৈরি ছয়টি আ্যপ গুগল প্লে স্টোরে স্থান পেয়েছিল। তখন এই খুদে বিস্ময় বালককে নিয়ে বেশ হইচই পড়ে গেছিল নেট পাড়ার অলিতে গলিতে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement