Advertisement

পশ্চিমবঙ্গ

আয়ারাম-গয়ারামদের বিষয়ে জানি না, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন : অরূপ

জয়দীপ বাগ
  • 14 Jun 2021,
  • Updated 7:33 PM IST
  • 1/10

আয়ারাম-গয়ারামদের ব্যাপারে কিছু জানি না। কেউ ফিরতে চাইলে তার সর্বোচ্চ সিদ্ধান্ত নেবেন দলনেত্রী। শিলিগুড়িতে জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

  • 2/10

অলীক স্বপ্ন দেখে  যারা বিজেপিতে গিয়েছিল ভেবেছিল যে বিজেপি ক্ষমতায় আসবে কিন্তু, বিজেপি কোনো দিনই ক্ষমতায় আসবে না।

  • 3/10

আয়ারাম গায়ারামদের ব্যাপার জানিনা তবে দলে কেউ ফিরতে চাইলে তার সর্বোচ্চ সিদ্ধান্ত নেবেন দলনেত্রী। সোমবার বিকেলে কলকাতা থেকে শিলিগুড়িতে এসে  প্রয়াত কামতাপুর প্রগ্রেসিভ পার্টির নেতা অতুল রায়ের পরিবারের সাথে দেখা করে বেরিয়ে এমনটাই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

  • 4/10

প্রসঙ্গত, গত ৯ জুন করোনা আক্রান্ত হয়ে প্রায়ত হন কামতাপুর আন্দোলনের অন্যতম নেতা অতুল রায়। এরপরই শোক প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • 5/10

মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার প্রয়াত কেপিপি নেতা অতুল রায়ের পরিবারের সাথে দেখা করতে আসেন রাজ্যের ক্রীড়া, যুব কল্যাণ ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস।

  • 6/10

এদিন তিনি ও তাঁর স্ত্রী, পুত্র এবং কন্যাদের সাথে দেখা করে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। প্রয়োজনে সমস্ত রকম সাহায্য করা হবে বলে জানান তিনি।

  • 7/10

এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন অরূপ বিশ্বাস জানিয়েছেন, চলতি বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের খারাপ ফলাফল নিয়ে বুথ ভিত্তিক পর্যালোচনা করছে দল। অভিষেক বন্দোপাধ্যায় দায়িত্ব নিয়েছে এবং তিনি ফলাফল নিয়ে পর্যালোচনা শুরু করে দিয়েছেন।

  • 8/10

এমনকী প্রতিটি বুথের ফলাফল নিয়ে আলাদা করে পর্যালোচনা করা হচ্ছে। তবে করোনা থাকায় একটু সময় লেগে যাচ্ছে। কিন্তু আমাদের কাজ চলছে এ বিষয়ে।

  • 9/10

তাঁর বক্তব্য বিজেপি বাংলা দখল করবে এই অলীক স্বপ্ন নিয়ে যারা নির্বাচনের মুখে দল ছেড়েছিলেন তারাই এখন ফিরতে চাইছেন। তাঁরা ভুল পথে চলে গিয়েছিল তাই ফিরতে চাইছেন। কিন্তু তাঁরা জানেন না যে বিজেপি বাংলায় তো কোনওদিন ক্ষমতায় আসবেনা। বরং ২০২৪-এ দিল্লি থেকেও বিদায় নেবে।

  • 10/10

অন্যদিকে সোমবার মুখ্যমন্ত্রী জানিয়ে দেন দর্শকশূণ্য স্টেডিয়ামে খেলা হতেই পারে। সে বিষয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী জানান, বিশ্বজুড়ে খেলা ফিরেছে। তাই এ রাজ্যেও ফিরল। তবে দর্শকদের এখনই মাঠে আসার পরিস্থিতি তৈরি হয়নি।

Advertisement
Advertisement