Advertisement

পশ্চিমবঙ্গ

নদিয়ায় বাড়ি জুড়ে কিলবিল করছে গোখরো! ছোবল খেয়ে হাসপাতালে মহিলা

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • নদিয়া,
  • 16 Jul 2021,
  • Updated 7:21 PM IST
  • 1/6

মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে একের পর এক বিষধর। বাড়ির মধ্যে এতোগুলি সাপ দেখে কার্যত আতঙ্কে রয়েছেন পরিবারের লোকেরা। ইতিমধ্যে একজনকে সাপ কামড়েও দিয়েছে বলে জানা গিয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
 

  • 2/6

ঘটনা শান্তিপুর ব্লকের বিহারিয়া মঠ পাড়া এলাকায়। বৃহস্পতিবার দুপুরে এলাকার বাসিন্দা সুমন জোয়াদ্দারের মা বাড়িতে দুটি সাপ দেখেন। তার কিছুক্ষণের মধ্যে একটি সাপ তাঁকে কামড়ে দেয়।

  • 3/6

এরপরেই জড়ো এলাকার বাসিন্দারা। ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু এদিন সকালে বন দফতরে খবর দেওয়া হলেও তারা আসে দুপু বেলায়। ফলে বন দফতরের দিকে গাফিলতির অভিযোগ তোলেন স্থানীয়রা।

  • 4/6

দুজন ব্যক্তিকে ডাকা হয়। তাঁরাই বাড়ির মাটি খুঁড়তে শুরু করে। তারপরেই একের পর এক গোখরো বেরিয়ে আসতে থাকে। তবে সবগুলিই বাচ্চা। কিন্তু এতোগুলো বিষধর বাড়ির মধ্যে দেখে আতঙ্ক বাড়ে এলাকায়। 

  • 5/6

জানা গিয়েছে মোট ১১টি সাপ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সাপগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। 

  • 6/6

গোখরো সাপে কামড়ে বর্তমান শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ওই মহিলা চিকিৎসাধীন রয়েছেন। তবে এলাকাবাসীর আতঙ্ক, আরও সাপ লুকিয়ে রয়েছে ওই এলাকায়।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement