Advertisement

পশ্চিমবঙ্গ

Belur Math:১৮ অগাস্ট থেকে খুলছে বেলুড় মঠ, প্রবেশের ক্ষেত্রে লাগু নয়া নিয়ম

Aajtak Bangla
  • বেলুড়,
  • 10 Aug 2021,
  • Updated 9:05 PM IST
  • 1/6

রাজ্যে দৈনিক সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে। আর এই আবহে আগামী ১৮ অগাস্ট থেকে খুলছে বেলুড় মঠ। 
 

  • 2/6

মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকালে ৮ টা থেকে ১১ টা ও বিকেলে ৪ টে থেকে ৫ টা ৪৫ মিনিট পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন।  তবে প্রবেশের ক্ষেত্রে কঠোরভাবে মানতে হবে কোভিড বিধি।  

  • 3/6

মঠে প্রবেশের ক্ষেত্রে ভ্যাকসিনের (Covid Vaccine ) দুটো ডোজের সার্টিফিকেট অবশ্যই সঙ্গে রাখতে হবে। অথবা নিয়ে সঙ্গে রাখতে ৭২ ঘণ্টা মধ্যে করা আরটিপিসিআর টেস্টে করা কোভিড নেগেটিভ রিপোর্ট।  পরিচয়পত্র হিসাবে লাগবে আধার বা প্যান কার্ড।

  • 4/6

সেইসঙ্গে করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিধি যেমন, মাস্ক পরা, থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব বিধি মেনে চলতে হবে দর্শনার্থীদের।

  • 5/6


করোনা (Corona Virus) আবহে অন্যান্য ধর্মস্থানের মতোই দীর্ঘদিন বন্ধ ছিল বেলুড় মঠ (Belur Math)। মাঝে ২ ৪ জুলাই, গুরু পূর্ণিমার দিন খুললেও বেলুড় ফের বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রবেশ করতে পারছিলেন না ভক্তরা। তবে এবার  আগামী সপ্তাহেই দর্শনার্থীদের জন্য খুলছে বেলুড়ের দরজা।

  • 6/6

করোনার প্রথম ঢেউ  সামলে  চলতি বছর ১০ ফেব্রুয়ারি সব রকম করোনা বিধি মেনেই ফের খুলেছিল বেলুড় মঠ। ভক্ত এবং দর্শনার্থীরা   মন্দিরে প্রবেশাধিকার পেলেও মঠ চত্বরে সময় কাটানো, আরতি দর্শন, ভোগ খাওয়া ইত্যাদি বন্ধ রাখা হয়েছিল। পাশাপাশি, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করে নির্দিষ্ট সময়ে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরে  ২২ শে এপ্রিল থেকে মঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। তাই দীর্ঘদিন বন্ধ থাকার পরে মঠ খোলার সিদ্ধান্তের খবর পেয়েই খুশি বেলুড় মঠের ভক্ত ও দর্শনার্থীরা। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement