Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Heat Wave News : গরমে ফের তপ্ত বাংলা, ক'দিন ধরে কোন কোন জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jun 2023,
  • Updated 5:17 PM IST
  • 1/7

ইতিমধ্যেই চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। আর তারই মাঝে রাজ্যে নতুন করে তাপপ্রবাহের আশঙ্কা। 

  • 2/7

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, আজ থেকে ৭ জুন পর্যন্ত রাজ্যে জেলা ভেদে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

  • 3/7

থাকবে গরমের দাপট। কিছু জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। 

আরও পড়ুন - বাড়বে সম্পদ-ঘরে থাকবে অপার শান্তি, শুধু এই দিকে রাখুন ময়ূর পালক

  • 4/7

৩ ও ৪ জুন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূলে রয়েছে সামান্য বৃষ্টি পূর্বাভাস। ৬ ও ৭ জুন ফের কিছুটা বাড়বে তাপমাত্রা। 

  • 5/7

পশ্চিমের শুষ্ক হাওয়া গ্রাস করবে প্রায় গোটা বাংলাকে। এই পরিস্থিতিতে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত নিতান্ত প্রয়োজন ছাড়া রোদে না বেরনোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

  • 6/7

তবে গত চৈত্রমাসের সঙ্গে এই তাপপ্রবাহের ফারাক আছে। সেই সময় ছিল শুষ্ক তাপপ্রবাহ ছিল। তবে এবার প্রাক বর্ষার জলীয় বাষ্প পরিপূর্ণ তাপপ্রবাহ। 

  • 7/7

পশ্চিমাঞ্চলের জেলাগুলি ছাড়া রাজ্যের বাকি অংশে আর্দ্র্য এবং অতি উষ্ণ আবহাওয়া থাকবে। সেক্ষেত্রে আপাতত স্বস্তির কোনও বার্তা দিচ্ছে না হাওয়া অফিস। 
 

Advertisement
Advertisement