Advertisement

পশ্চিমবঙ্গ

Bhabanipur Bypoll Result : ২ হাজার সবুজ রসগোল্লায় মমতার জয় উদযাপন বর্ধমানে!

সুজাতা মেহরা
  • বর্ধমান,
  • 03 Oct 2021,
  • Updated 5:26 PM IST
  • 1/22

Bhabanipur Bypoll Result: ভবানীপুর উপনির্বাচনে জিতেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর তাঁর জয়ে আনন্দে মেতেছেন তৃণমূল সমর্থকেরা।

  • 2/22

সবুজ আবির মাখিয়ে ও সবুজ রসগোল্লা দিয়ে মিষ্টি মুখ করিয়ে শহর বর্ধমানের খাগড়াগড় মোড়ে উপনির্বাচনে 'দিদি'র জয়ের উল্লাসে মাতলেন টিএমসি কর্মীরা।

  • 3/22

বর্ধমানের খাগড়াগড়ে ২ হাজার সবুজ রসগোল্লা দিয়ে পথে চলতি মানুষদের মিষ্টিমুখ করালেন তৃণমূল কর্মীরা।

  • 4/22

এই উদ্য়োগ খাগড়াগড় যুব সংঘ ও  যুব তৃণমূল কংগ্রেসের থেকে কর্মী-সমর্থকরা।

  • 5/22

এর পাশাপাশি বাস থামিয়ে যাত্রীরা নিলেন মিষ্টি। 

  • 6/22

বর্ধমান স্টেশন থেকে নবাব হাট যেতে আসতে জিটি রোডে যাতায়াতকারী টোটো  ও বাস থামিয়ে চালক ও যাত্রীরাও মিষ্টি মুখ কব়লেন হাসি মুখে। 

  • 7/22

মোটরবাইক চালক থেকে পায়ে হেঁটে যাওয়া, সাইকেল থেকে বাসে যাতায়াতকারী বাদ গেল না কোনও মানুষই।

  • 8/22

খাগড়াগড় যুব টিএমসি সদস্য মহম্মদ ইনসান জানালেন, মুখ্যমন্ত্রী দিদির বিপুল ভোটে জয়লাভের খুশি পালন করেছেন তাঁরা।

  • 9/22

তিনি বলেন, বাংলার ঐতিহ্যাশালী রসগোল্লাকেই তাঁরা বেছে নিয়েছেন মিষ্টি হিসাবে।

  • 10/22

২ হাজার সবুজ রসগোল্লা পথচলতি সকল মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

  • 11/22

এর পাশাপাশি সবুজ আবিরও মাখিয়ে দেওয়া হয়।

  • 12/22

গোটা এলাকায় আনন্দে মেতে ওঠেন সমর্থকেরা।

  • 13/22

রীতিমত মাইকে "মা মাটি মানুষের জয় " গান বাজিয়ে আবির খেলে ও মিষ্টি মুখ করিয়ে জয়ের আনন্দ ভাগ করে নিলেন তারা।

  • 14/22

রাজ্য়ের অন্যতম হাইভোল্টেজ উপনির্বাচন ছিল।

  • 15/22

আর হবে না-ই বা কেন! খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের তখ্ত ধরে রাখতে ফের ভোটে দাঁড়িয়েছিলেন।

  • 16/22

তা নিয়ে জোর চর্চা ছিল। রবিবার তার ফল প্রকাশিত হয়েছে। জিতেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

  • 17/22

ভবানীপুরে উপনির্বাচন। কারণ ২০২১-এর বিধানসভা ভোটে তিনি জিততে পারেননি। 

  • 18/22

তাই উপনির্বাচনে লড়তে হয়েছিল। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী। 

  • 19/22

নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন। হেরেছেন শুভেন্দু অধিকারীর কাছে। এবার আর কোনও সংশয় নেই। তিনিই মুখ্যমন্ত্রী থাকছেন।

  • 20/22

৩ আইনজীবীর লড়াই
ভবানীপুরে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে প্রার্থী করেছে। আর বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।

  • 21/22

এই ৩ প্রার্থীর মধ্যে একটি মিল রয়েছে। আর তা হল তাদের পেশা। তাঁরা ৩ জনই। আইনজীবী হিসেবে পরিচিত।

  • 22/22

এ কথা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এখন আদালতে প্র্য়াকটিস করেন না। তবে তিনি আইনের ছাত্রী। যেমন তাঁর বাকি দুই প্রতিদ্বন্দ্বীও। তাঁরা এখন আদালতে প্র্যাকটিস করেন।

Advertisement
Advertisement