Bhabanipur Bypoll Result: ভবানীপুর উপনির্বাচনে জিতেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর তাঁর জয়ে আনন্দে মেতেছেন তৃণমূল সমর্থকেরা।
সবুজ আবির মাখিয়ে ও সবুজ রসগোল্লা দিয়ে মিষ্টি মুখ করিয়ে শহর বর্ধমানের খাগড়াগড় মোড়ে উপনির্বাচনে 'দিদি'র জয়ের উল্লাসে মাতলেন টিএমসি কর্মীরা।
বর্ধমানের খাগড়াগড়ে ২ হাজার সবুজ রসগোল্লা দিয়ে পথে চলতি মানুষদের মিষ্টিমুখ করালেন তৃণমূল কর্মীরা।
এই উদ্য়োগ খাগড়াগড় যুব সংঘ ও যুব তৃণমূল কংগ্রেসের থেকে কর্মী-সমর্থকরা।
এর পাশাপাশি বাস থামিয়ে যাত্রীরা নিলেন মিষ্টি।
বর্ধমান স্টেশন থেকে নবাব হাট যেতে আসতে জিটি রোডে যাতায়াতকারী টোটো ও বাস থামিয়ে চালক ও যাত্রীরাও মিষ্টি মুখ কব়লেন হাসি মুখে।
মোটরবাইক চালক থেকে পায়ে হেঁটে যাওয়া, সাইকেল থেকে বাসে যাতায়াতকারী বাদ গেল না কোনও মানুষই।
খাগড়াগড় যুব টিএমসি সদস্য মহম্মদ ইনসান জানালেন, মুখ্যমন্ত্রী দিদির বিপুল ভোটে জয়লাভের খুশি পালন করেছেন তাঁরা।
তিনি বলেন, বাংলার ঐতিহ্যাশালী রসগোল্লাকেই তাঁরা বেছে নিয়েছেন মিষ্টি হিসাবে।
২ হাজার সবুজ রসগোল্লা পথচলতি সকল মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
এর পাশাপাশি সবুজ আবিরও মাখিয়ে দেওয়া হয়।
গোটা এলাকায় আনন্দে মেতে ওঠেন সমর্থকেরা।
রীতিমত মাইকে "মা মাটি মানুষের জয় " গান বাজিয়ে আবির খেলে ও মিষ্টি মুখ করিয়ে জয়ের আনন্দ ভাগ করে নিলেন তারা।
রাজ্য়ের অন্যতম হাইভোল্টেজ উপনির্বাচন ছিল।
আর হবে না-ই বা কেন! খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের তখ্ত ধরে রাখতে ফের ভোটে দাঁড়িয়েছিলেন।
তা নিয়ে জোর চর্চা ছিল। রবিবার তার ফল প্রকাশিত হয়েছে। জিতেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
ভবানীপুরে উপনির্বাচন। কারণ ২০২১-এর বিধানসভা ভোটে তিনি জিততে পারেননি।
তাই উপনির্বাচনে লড়তে হয়েছিল। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী।
নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন। হেরেছেন শুভেন্দু অধিকারীর কাছে। এবার আর কোনও সংশয় নেই। তিনিই মুখ্যমন্ত্রী থাকছেন।
৩ আইনজীবীর লড়াই
ভবানীপুরে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে প্রার্থী করেছে। আর বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।
এই ৩ প্রার্থীর মধ্যে একটি মিল রয়েছে। আর তা হল তাদের পেশা। তাঁরা ৩ জনই। আইনজীবী হিসেবে পরিচিত।
এ কথা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এখন আদালতে প্র্য়াকটিস করেন না। তবে তিনি আইনের ছাত্রী। যেমন তাঁর বাকি দুই প্রতিদ্বন্দ্বীও। তাঁরা এখন আদালতে প্র্যাকটিস করেন।