Advertisement

পশ্চিমবঙ্গ

Bhangar Clash Between ISF and TMC : 'ভাইজান'এর সভার মাঠে ফুটবল খেলছে TMC! ভাঙড়ে উত্তেজনা চরমে

প্রসেনজিৎ সাহা
  • ভাঙড়,
  • 07 Nov 2021,
  • Updated 5:55 PM IST
  • 1/18

Bhangar Clash Between ISF and TMC: আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui) আয়োজিত এক অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠল। সেই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও আব্বাস সিদ্দিকির সংগঠন আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় (Bhangar)।

  • 2/18

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড় (Bhangar) থানা এলাকার বড়ালি মালঞ্চ এলাকায়। যার জেরে রবিবারও উত্তেজনা ছড়ায়।

  • 3/18

পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • 4/18

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার দুপুরে ভাঙড়ের বড়ালী পদ্মপুকুর এলাকায় আহলে সুন্নাতুল জামাতেরর নেতা তথা পিরজাদা আব্বাস সিদ্দিকির এক অনুষ্ঠান ছিল। 

  • 5/18

অভিযোগ, সেই অনুষ্ঠান ভেস্তে দিতে তৃণমূল আব্বাস অনুগামীদের হুমকি দিতে থাকে। সেই থেকেই গোলমালের শুরু।

  • 6/18

আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা এই ঘটনার প্রতিবাদ করেন। তখন দু'পক্ষের মধ্যে গণ্ডগোল বেধে যায়।

  • 7/18

অভিযোগ, তৃণমূল কর্মীরা ওই এলাকায় আব্বাস অনুগামীদের বাড়িঘর ভাঙচুর করে।

  • 8/18

আসাদুল মোল্লা নামে এক আহলে সুন্নাতুল জামাতের কর্মীর বাড়িঘর ভাঙচুর করে এবং তাঁকে মারধর করে বলে অভিযোগ।

  • 9/18

ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে।

  • 10/18

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে ভাঙড় জুড়ে। রবিবার দুপুর দু'টোর সময় আব্বাস সিদ্দিকী সভা ছিল ভাঙড়ের পদ্মপুকুর এলাকায়।

  • 11/18

সেই সভাকে কেন্দ্র করে রাস্তায় নেমেছিল তৃণমূল। আর তৃণমূলের পাশাপাশি রাস্তায় নেমেছে পুলিশও।

  • 12/18

ভাঙড়ের নতুন ব্রিজের মুখে বিশাল পুলিশবাহিনী দাঁড়িয়ে সমস্ত গাড়ি আটকে দিচ্ছে। কাশীপুর থানা এলাকা থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কর্মীরা যাতে ঢুকতে পারে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এমনই অভিযোগ তাঁদের।

  • 13/18

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে নতুন ব্রিজ সংলগ্ন রাস্তায়। কী কারণে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে সেই নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে পুলিশ, দাবি করেছেন তাঁরা।

  • 14/18

আব্বাস সিদ্দিকী দুপুর ২ টো নাগাদ আসবেন বলে খবর ছিল। সেখানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মাকসুদ হাসান সহ উচ্চ পর্যায়ের আধিকারিকরা। সভা হওয়ার মাঠে চলছে তৃণমূল কংগ্রেসের ফুটবল খেলা।

  • 15/18

ভাঙড়ে আব্বাস সিদ্দিকির অনুগামীদের ওপর হামলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রবিবার দুপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে ভাঙ্গরের পদ্মপুকুর এলাকায় যাচ্ছিলেন আব্বাস সিদ্দিকি।

  • 16/18

ভোজেরহাট থেকে অনুগামীদের নিয়ে পদ্মপুকুর যাওয়ার পথে তার অনুগামীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।

  • 17/18

এরপর ক্ষিপ্ত হয়ে আব্বাস সিদ্দিকির অনুগামীরা ভোজেরহাটে কার্যত রাস্তা অবরোধ করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা।

  • 18/18

দেখা যায়, এখানে সেখানে ছড়িয়ে রয়েছে ইঁটের টুকরো। এই ঘটনা ঘিরে দীর্ঘক্ষণ এলাকায় উত্তেজনা ছিল।

Advertisement
Advertisement