Advertisement

পশ্চিমবঙ্গ

Christmas 2022 Celebration In Belur Math And Kamarpukur Math : জমজমাট বড়দিন, বেলুড় মঠ-কামারপুকুরে যিশু পুজো; উপড়ে পড়া ভিড়

Aajtak Bangla
  • বেলুড়/কামারপুকুড়,
  • 25 Dec 2022,
  • Updated 1:27 PM IST
  • 1/6

বড়দিন মানেই উৎসব। সর্ব ধর্ম সমন্বয়ে বড়দিনের উৎসবে গা ভাসিয়েছেন মানুষ। বাদ রইল না বেলুড় মঠ ও কামারপুকুরও। বড়দিন উপলক্ষে বেলুড় মঠে উপচে পড়া ভিড়। এদিন সকাল থেকেই কাছে ও দূরের অগণিত ভক্তবৃন্দ হাজির হন মঠ প্রাঙ্গনে । 

  • 2/6

ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদের মন্দির দর্শন ও প্রসাদ গ্রহণের পাশাপাশি নিজের নিজের মতো করে দিনটিকে উপভোগ করছেন প্রত্যেকে। ছোট থেকে বড়, সকলেই রয়েছেন উৎসবের মেজাজে।

  • 3/6

এছাড়া প্রতিবছরের মতো এবারেও বড়দিনের আগের সন্ধ্যায় যিশু পুজোর আয়োজন করা হয় বেলুড় মঠে। সন্ধ্যা আরতির পর মূল মন্দিরের ডান দিকে প্রভু যিশুর ছবির সামনে ফুল,মালা ধূপ ধুনো কেক, পেস্ট্রি, চকলেট, মিষ্টি ইত্যাদি দিয়ে পুজো করা হয় তাঁর। সঙ্গে ছিল সন্ন্যাসী মহারাজদের গাওয়া ক্যারল সংগীত। 

  • 4/6

অন্যদিকে একইরকম উৎসবের মেজাজ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান হুগলির কামারপুকুরেও। সেখানেও প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে শনিবার সন্ধ্যায় বিশেষ পুজো ও উপাসনার আয়োজন করা হয়।

আরও পড়ুন - কোনটা নেবেন-কোনটা নয়, সঠিক মাস্ক কেনার আগে জরুরি টিপস

  • 5/6

কামারপুকুর মঠের মহারাজের কেক কেটে প্রভু যীশুকে উৎসর্গ করেন। সঙ্গে প্রভু যিশু ও মেরির প্রতিকৃতির সামনে চলে প্রার্থনা। 

  • 6/6

বড়দিন উপলক্ষে, এদিন কামারপুকুরেও দেখা যায় ভক্তদেক ঢল। প্রভু যিশুর জন্মদিনে গোটা মঠ চত্বরকে সাজানো হয়েছে আলোর রোশনাইতে। 

Advertisement
Advertisement