Advertisement

পশ্চিমবঙ্গ

Winter Rain: শীত ভাব কাটতে পারে নিম্নচাপের বৃষ্টিতে? জানুন কী বলছে হাওয়া অফিস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Nov 2023,
  • Updated 6:39 AM IST
  • 1/10

আগামী ২৭ তারিখ দক্ষিণ আন্দামান ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। আর সেটাই এখন ভাবাচ্ছে আবহাওয়াবিদদের। 

  • 2/10

কারণ আগামী ২৯ তারিখ নাগাদ এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শীতের আমেজে ব্যাঘাত ঘটার আশঙ্কা থাকছে।

  • 3/10

কিন্তু, আগামী কয়েকদিন কলকাতার ক্ষেত্রে মূলত আকাশ পরিষ্কারই থাকবে। ফলে আপাতত আরও কয়েকদিন শীতের আমেজ উপভোগ করে নিতে পারবেন। 

  • 4/10

আগামী ৫ থেকে ৭ দিন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। 

  • 5/10

২৯ তারিখ নাগাদ নিম্নচাপের সম্ভাবনা জরিপ করা হলেও, আপাতত ২-৩ দিন নিশ্চিন্ত থাকতে পারেন। বৃষ্টিপাতেরও কোনও সম্ভাবনা নেই।

  • 6/10

আগামী কয়েকদিন কলকাতার ক্ষেত্রে মূলত আকাশ পরিষ্কারই থাকবে। 

  • 7/10

সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
 

  • 8/10

 অর্থাৎ আগের মতোই, দিনের বেলায় কিছুটা গরম এবং রাত বাড়লেই শীত-শীত ভাব বজায় থাকবে। 

  • 9/10

তবে ২৯ তারিখ নাগাদ নিম্নচাপের প্রভাব পড়লে, সেক্ষেত্রে শীতের আমেজে বাধা পড়ার আশঙ্কা থাকছে। 

  • 10/10

 আকাশে মেঘ এবং বাতাসে আর্দ্রতা থাকলে শীতের অনুভূতি হ্রাস পায়। সেই কারণেই শীতের আমেজে ব্যাঘাতের আশঙ্কা করা হচ্ছে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement