Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS: বেলাগাম সংক্রমণের দাওয়াই, ফের লকডাউন চিত্র সোনারপুর-রাজপুর জুড়ে

প্রসেনজিৎ সাহা
  • সোনারপুর,
  • 28 Oct 2021,
  • Updated 2:51 PM IST
  • 1/11

পুজোর পর থেকেই বেলাগাম করোনা সংক্রমণ। আর এই পরিস্থিতিতে রাজপুর-সোনারপুরে কার্যত লকডাউন শুরু হল আজ থেকে।

  • 2/11

বৃহস্পতিবার থেকে তিনদিন বন্ধ রাজপুর-সোনারপুর পুরসভার এলাকার  বাজার, দোকান। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য বেচাকেনায় ছাড় পাওয়া যাচ্ছে। 
 

  • 3/11

সকাল থেকেই বন্ধ রাজপুর, গড়িয়া, বালিয়া-সহ একাধিক বাজার। 

  • 4/11

সেই সঙ্গে  চলছে বাজার এলাকা স্যানিটাইজ করার কাজ। 
 

  • 5/11

করোনা সংক্রমণ রোধে পুলিশি অভিযানও চলছে।
 

  • 6/11

কার্যত লকডাউনের প্রথম দিনই সোনারপুর ও নরেন্দ্রপুর থানার পুলিশ  রাজপুর সোনারপুর পুর এলাকায় অভিযানে নেমে মোট ৭৪ জনকে গ্রেফতার করে। মাস্ক ছাড়া বাইরে বেড়িয়েছেন এমন বেপরোয়া সাধারণ মানুষ ও সরকারি নির্দেশিকা অমান্যকারীদের গ্রেফতার করা হয়েছে। 

  • 7/11

পুর এলাকার সোনারপুর, রাজপুর, হরিনাভি, গড়িয়া, বোরাল, বালিয়া-সহ একাধিক এলাকায় অভিযান চালায় পুলিশ। করোনা সচেতনতা মূলক মাইকে প্রচার,মাস্ক প্রদান  কর্মসূচিও নেওয়া হয় এদিন। 
 

  • 8/11

রাজপুর-সোনারপুর পুর এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে তিন দিন কার্যত লকডাউনের সিন্ধান্ত নিয়েছে পুর প্রশাসন। বৃহস্পতিবার ছিলো প্রথম দিন। সরকারি নির্দেশিকা পালনে পুলিশি তৎপরতা ছিলো চোখে পরার মত। 
 

  • 9/11

পুর প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে এদিন এলাকার বড়-বড় বাজার গুলি স্যানেটাইজ করা হয়েছে।

  • 10/11

ইতিমধ্যে পুর এলাকায় মোট ১৯টি ওয়ার্ড কনটেন্টমেন্ট জোন হিসবে ঘোষণা করা হয়েছে।

  • 11/11

জনবহুল বেশ কিছু এলাকায় কনটেন্টমেন্ট জোন গুলি মার্কিংও করা হয়েছে।

Advertisement
Advertisement