Advertisement

পশ্চিমবঙ্গ

পারাদ্বীপ থেকে ৬৫০ কিমি দূরে ঘূর্ণিঝড় 'জাওয়াদ', এই জেলাগুলিতে বইবে দাপুটে হাওয়া

তপন কুমার নস্কর
  • নয়াদিল্লি,
  • 03 Dec 2021,
  • Updated 6:05 PM IST
  • 1/9

আজ সকালেই অতি গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এর ওপরে রয়েছে। 
 

  • 2/9

বিশাখাপত্তনম থেকে ৪২০ কিলোমিটার, গোপালপুর থেকে ৫৩০ কিলোমিটার ও পারাদ্বীপ থেকে ৬৫০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়। 
 

  • 3/9

এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর আরও শক্তি বাড়াবে ৪ তারিখ সকালে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে পৌঁছাবে, তার পরে উত্তর-উত্তরপূর্ব দিকে এগোবে।
 

  • 4/9

ওড়িশা উপকূল বরাবর যাবে ৫ তারিখ দুপুরে পুরীর কাছে যাবে। তারপর উত্তর-পূর্ব দিকে গিয়ে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসবে। এর ফলে ৪,৫ এবং ৬ তারিখ বৃষ্টি হবে। ৪ তারিখ উপকূলে সব জেলাতেই বৃষ্টিপাত হবে। 
 

  • 5/9

ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুরে। বাকি দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়াতে শুধু ভারী বৃষ্টি হবে। ৫ তারিখ বৃষ্টি বাড়বে।
 

  • 6/9

দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
 

  • 7/9

এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদে বর্তমানে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। ৬ তারিখ বাংলাদেশ লাগোয়া নদিয়া, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনা তে বৃষ্টি হবে।
 

  • 8/9

৪ তারিখ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় হাওয়া বইবে। বিকেলে ধীরে ধীরে এই গতিবেগ বাড়বে। ৫ তারিখ নাগাদ ৬০ থেকে ৭০ কিলোমিটার হওয়ার গতি থাকবে।
 

  • 9/9

স্থলভাগে হওয়ার গতি দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ,হাওড়া, হুগলি কলকাতাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার । ৫ তারিখ হাওয়ার গতি বেড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার। ৬ তারিখ বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। ৬ তারিখ কলকাতাসহ হাওড়া, হুগলিতে ৩০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানা করা হয়েছে ৩-৫ তারিখ পর্যন্ত।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement