নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ বঙ্গে উধাও শীত (Winter 2022)। ঘূর্ণিঝড় মান্দাসের জেরে রাজ্যে বৃষ্টি না হলেও প্রভাব পড়েছে তাপমাত্রায়। একলপ্তে কয়েক ডিগ্রি বেড়ে স্বাভাবিকের ওপরে চলে গিয়েছে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) রবিবারের বুলেটিন অনুযায়ী কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
আগামী ২-৩ দিন তাপমাত্রা এমনটা থাকতে পারে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের।
আরও পড়ুন - হেঁচকি থেকে পাইলস, সেরে যাবে চুটকিতে, দুধে মেশান এই জিনিস
একইসঙ্গে সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে আপাতত বঙ্গে কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
শুক্রবার রাতেই মামাল্লাপুরম উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মান্দাস (Cyclone Mandous)। যার জেরে চেন্নাইয়ের বেশ কয়েকটি জায়গায় চলে ভারী বৃষ্টিপাত। সঙ্গে বইতে থাকে প্রবল বেগে হাওয়া।
এছাড়া মান্দারে প্রভাবে বেঙ্গালুরুতেও আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।
সেক্ষেত্রে ঠান্ডা কবে ফেরে, এখন সেই অপেক্ষাতেই শীতপ্রেমীরা।