Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS: ইয়াসে তছনছ বাঙালির গোয়া, দিঘার ভয়ঙ্কর রূপ দেখে হতাশ মমতা

Aajtak Bangla
  • 28 May 2021,
  • Updated 10:29 PM IST
  • 1/8

গত কয়েকবছর ধরে দিঘাকে ঢেলে সাজিয়েছে রাজ্য সরকার। ইয়াসের ধাক্কায় সেই দিঘাই এখন হয়ে উঠেছে ধ্বংসস্তূপ। প্রবল গতিতে ধেয়ে আছড়ে পড়েছে অতি তীব্র ঘূর্ণিঝড় ইয়াস। যার ফলে  লন্ডভন্ড দিঘা।
 

  • 2/8

পর্যটকরাই মূলত দিঘার অর্থনীতি নিয়ন্ত্রণ করেন। প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস সুনামির মতো তিন পর্যটন কেন্দ্র সহ পুরো উপকূল এলাকা লন্ডভন্ড করে দিয়েছে। ঝড় শেষে জল ফিরে গিয়েছে সমুদ্রে। কিন্তু রেখে গিয়েছে সৈকত সুন্দরীর গা জুড়ে দগদগে ক্ষত। তিন জায়গাতেই এখন শুধু ধ্বংসলীলার চিহ্ন।
 

  • 3/8

বৃহস্পতিবার পরিস্থিতি নতুন করে অবনতি না হলেও এই ক্ষত সারিয়ে উপকূলের পর্যটন শিল্প কবে ঘুরে দাঁড়াবে সেই প্রশ্নই পাক খাচ্ছে এই শিল্পের সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষের মনে।
 

  • 4/8

 উত্তাল সমুদ্রের জল গার্ডওয়াল টপকে ঢুকছে রাস্তায়। প্লাবিত মন্দারমনি, তাজপুরও। রাস্তা টপকে হোটেলেও ঢুকেছিল জল। ডুবে গিয়েছিল সমুদ্র সংলগ্ন দোকানগুলিও। ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসে নষ্ট হয়ে গিয়েছে দিঘার সৌন্দর্যায়নের প্রায় সব কিছুই। বিশ্ব বাংলা সহ ছোট বড় পার্কের সব কিছু ভেঙে লন্ডভন্ড হয়ে গিয়েছে। পাথর, রেলিং সব উপড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে। সমুদ্রের পাড় থেকে বড় বড় পাথরের চাঁই উঠে ছিটকে পড়েছে রাস্তার ওপর।

  • 5/8

সৈকত সরণির উপর হেঁটে চলা দায়। উদয়পুরের কাছে ঢেউ সাগর থেকে সিহক ঘোলা পর্যন্ত রাস্তা বিভিন্ন জায়গায় বসে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জগন্নাথ ঘাটে।
 

  • 6/8

ইয়াসের দাপটে লন্ডভন্ড হওয়া দিঘার ছবি দেখে হতাশ মমতা বন্দ্যোপাধ্যায়৷ ক্ষমতায় আসার পর গত ১০ বছরে দিঘাকে নতুন করে সাজিয়ে তুলেছে রাজ্য সরকার৷ যার নেপথ্যে বড় ভূমিকা ছিল মুখ্যমন্ত্রীর নিজের৷
 

  • 7/8

 চেনা দিঘাকে দ্রুত আগের রূপে ফেরাতে এ দিন সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই কাজে রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ কমিটি গড়ে দিয়েছেন তিনি৷দিঘা সহ মন্দারমণি, তাজপুরের মতো পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত যে সৈকত এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলির পুনর্গঠনে একটি বিশেষজ্ঞ কমিটিও গড়া হয়েছে এদিন।
 

  • 8/8

দিঘাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে পূর্ত, সেচ দফতরকে বিশেষভাবে উদ্যোগী হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ দিঘার সৈকত সরণী ঘুরে সমুদ্র লাগোয়া বাজার এলাকায় এদিন  যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ক্ষতিগ্রস্ত দোকানগুলি ঘুরে দেখেন তিন। প্রশাসনিক আধিকারিকদের দিঘা নতুন করে সংস্কার করে তোলার জন্য প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement