Advertisement

পশ্চিমবঙ্গ

Dengue Symptoms : একদিনে ৫০০-র বেশি ডেঙ্গি আক্রান্ত রাজ্যে, জ্বরের ধরন কেমন?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Sep 2022,
  • Updated 1:00 PM IST
  • 1/7

গত দু'বছর পুজোর সময় ছিল করোনা আতঙ্ক। আর এবার পুজোর মরশুমে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি। শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও প্রকোপ বাড়ছে মশাবাহিত (Dengue Mosquito) এই রোগের। 

  • 2/7

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, শুধুমাত্র গতকালই রাজ্যে নতুন করে ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। গত কয়েকদিন ধরেই এই সংখ্যাটা ৫০০-র ওপরে রয়েছে। 

  • 3/7

শুধু তাই নয়, রাজ্যর বিভিন্ন হাসপাতালে ভর্তিও রয়েছেন আক্রান্তরা। গতকালের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ৪৮৫ জন ডেঙ্গি আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত কমপক্ষে ১৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে খবর। মৃতদের মধ্য কলকাতারও কয়েকজন রয়েছে। 

  • 4/7

পরিস্থিতির গুরুত্ব বিচার করে রাজ্যের সমস্ত পুরসভা ও পুরনিগমের স্বাস্থ্য বিভাগের কর্মী-আধিকারিকদের পুজোর ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। 

  • 5/7

কিন্তু সবচেয়ে বেশি যে চিন্তাটা সাধারণ মানুষকে ভাবাচ্ছে তা হল ডেঙ্গি হলে কীভাবে বোঝা যাবে (Dengue Symptoms)? 

  • 6/7

এক্ষেত্রে চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গি হলে প্রথমে প্রচণ্ড জ্বর (১০৩-১০৪ ডিগ্রি ফারেনহাইট) হবে। কয়েকদিন পর জ্বর কিছুটা কমতে পারে। তবে একেবারে কমবে না। 

আরও পড়ুনসুগারে ভাত খাওয়ায় ইতি নয়, কোন চাল ডায়াবেটিস কন্ট্রোলে রাখে?

  • 7/7

এরইসঙ্গে গায়ে দেখা দেবে ব়্যাশ। কখনও লাল রঙের চাকা চাকা বা কখনও দানা দানা। এরপর ফের তীব্র মাত্রায় জ্বর হবে। বর্তমানে এটিই ডেঙ্গির প্রধান সঙ্কেত বলে মনে করছেন চিকিৎসকেরা। এক্ষেত্রে এমনটা হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওযার পরামর্শই দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement