Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS : দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, প্লাবিত একাধিক এলাকা

তাপস ঘোষ
  • দিঘা ,
  • 07 Sep 2021,
  • Updated 4:07 PM IST
  • 1/8

ভরা কোটালের জের। দিঘায় গার্ডওয়াল টপকে জল ঢুকছে। আর তার জেরে শহরের বেশ কয়েকটি জায়গায় জল প্রবেশ করছে। যা নিয়ে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। 

  • 2/8

কোটালের জেরে সোমবার বিকেল থেকেই দিঘায় প্রবল জলোচ্ছ্বাস দেখা যায়। আর এদিন সকালেও একই ছবি ধরা পড়ে। তবে প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। 

  • 3/8

কৌশিকী অমাবস্যার জেরে ভরা কোটাল রয়েছে মঙ্গলবার। তার জেরে এই জলোচ্ছ্বাস। তা দেখতে সমুদ্রের ধারে ভিড় জমান পর্যটকরা। তবে তাঁদের সতর্ক করে দেয় প্রশাসন। সমুদ্রের ধারে যেতে বারণ করে। 

  • 4/8

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, আগামী ৩ দিন নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সোমবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের দিঘা ও সমুদ্র উপকূলবর্তী এলাকায়। 

  • 5/8

একদিকে জলোচ্ছ্বাস আর অন্যদিকে টানা বৃষ্টি। এর জেরে দিঘা শহরের কোনও কোনও জায়গায় জল জমেছে। সৈকতের আশপাশে থাকা কয়েকটি রিসর্টেও জল জমে। 
 

  • 6/8

জানা গিয়েছে, সমুদ্র উপকূলবর্তী কিছু গ্রামে জল ঢুকতে শুরু করেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর। 
 

  • 7/8

বেশ কয়েকটি জায়গার প্লাবিত হওয়ার ছবি সামনেও এসেছে। দেখা যাচ্ছে রাস্তায় জল জমেছে। জল পেরিয়ে যাতায়াত করছে মানুষ। 
 

  • 8/8

প্রসঙ্গত, এবছর ইয়াস ও বন্য়ার জেরে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা প্লাবিত হয়েছিল। আর এদিন নতুন করে কয়েকটি গ্রামে জল ঢোকার খবরে আতঙ্কিত সাধারণ মানুষ। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement