ভরা কোটালের জের। দিঘায় গার্ডওয়াল টপকে জল ঢুকছে। আর তার জেরে শহরের বেশ কয়েকটি জায়গায় জল প্রবেশ করছে। যা নিয়ে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
কোটালের জেরে সোমবার বিকেল থেকেই দিঘায় প্রবল জলোচ্ছ্বাস দেখা যায়। আর এদিন সকালেও একই ছবি ধরা পড়ে। তবে প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে।
কৌশিকী অমাবস্যার জেরে ভরা কোটাল রয়েছে মঙ্গলবার। তার জেরে এই জলোচ্ছ্বাস। তা দেখতে সমুদ্রের ধারে ভিড় জমান পর্যটকরা। তবে তাঁদের সতর্ক করে দেয় প্রশাসন। সমুদ্রের ধারে যেতে বারণ করে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, আগামী ৩ দিন নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সোমবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের দিঘা ও সমুদ্র উপকূলবর্তী এলাকায়।
একদিকে জলোচ্ছ্বাস আর অন্যদিকে টানা বৃষ্টি। এর জেরে দিঘা শহরের কোনও কোনও জায়গায় জল জমেছে। সৈকতের আশপাশে থাকা কয়েকটি রিসর্টেও জল জমে।
জানা গিয়েছে, সমুদ্র উপকূলবর্তী কিছু গ্রামে জল ঢুকতে শুরু করেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর।
বেশ কয়েকটি জায়গার প্লাবিত হওয়ার ছবি সামনেও এসেছে। দেখা যাচ্ছে রাস্তায় জল জমেছে। জল পেরিয়ে যাতায়াত করছে মানুষ।
প্রসঙ্গত, এবছর ইয়াস ও বন্য়ার জেরে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা প্লাবিত হয়েছিল। আর এদিন নতুন করে কয়েকটি গ্রামে জল ঢোকার খবরে আতঙ্কিত সাধারণ মানুষ।