Advertisement

পশ্চিমবঙ্গ

সুন্দরবনের মোল্লাখালি এলাকায় ওগুলো কার পায়ের ছাপ? বাঘের আতঙ্কে কাঁপছে গ্রাম

প্রসেনজিৎ সাহা
  • সুন্দরবন,
  • 07 Sep 2021,
  • Updated 12:09 PM IST
  • 1/5

সুন্দরবনের (Sundarbans) লোকালয়ে আবারও বাঘের আতঙ্ক। এবার ঘটনাস্থল ছোট মোল্লাখালির হেতালবাড়ি। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গ্রাম সংলগ্ন ম্যানগ্রোভের ঝোপে কোনও প্রাণির পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। 

  • 2/5

গ্রামবাসীদের দাবি ওইগুলি বাঘের পায়ের ছাপ। এরপর লোকালয়ে বাঘ ঢুকেছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

  • 3/5

খবর দেওয়া হয় বনদফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বনদফতরের আধিকারিকরা। শুরু হয় বাঘের তল্লাশি। যদিও এখনও বাঘের দেখা দেখা পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে।

  • 4/5

প্রসঙ্গত, সুন্দরবন এলাকায় মাঝেমধ্যেই বাঘের হানার খবর পাওয়া যায়। কিছুদিন আগেও সুন্দরবনে জনবসতিপূর্ণ এলাকার কাছে দেখা মিলেছিল বাঘের (Royal Bengal Tiger)। গ্রামবাসীদেরই তোলা একটি ভিডিওতেই সেই ছব ধরা পড়ে। 

  • 5/5

সেই সময় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক লোকালয়ে বাঘের প্রবেশ রুখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সুন্দরবনকে ঘিরে একটি বড় প্রকল্পের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। সেক্ষেত্রে অত্যাআধুনিক ফেন্সিং ও রাবার নেটের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement