Advertisement

পশ্চিমবঙ্গ

বাংলায় BJP-কে 'দাঁড়' করিয়েছেন দিলীপ ঘোষ, এবার চললেন কেন্দ্রের পথে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Sep 2021,
  • Updated 2:11 PM IST
  • 1/8

মেয়াদ ফুরিয়ে আসায় রাজ্য বিজেপির সভাপতি বদলের খবর কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল। সোমবার অবশেষে শিলমোহর পড়ল তাতে। দলের নয়া রাজ্য সভাপতির নাম ঘোষণা করল গেরুয়া শিবির। বিজেপির নয়া রাজ্য সভাপতি হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। একইসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি পদে মেয়াদ শেষ হল দিলীপ ঘোষের। 

  • 2/8

দলের সর্বভারতীয় সহ সভাপতি করা হয়েছে দিলীপ ঘোষকে। ইতিমধ্যেই দলের নয়া রাজ্য সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। তবে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নিজের কার্যকালে বিশেষ দায়িত্ব পালন করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

  • 3/8

সক্রিয় রাজনীতিতে আসার আগে দীর্ঘদিন আরএসএস-এর (RSS) সঙ্গে যুক্ত ছিলেন দিলীপ। ১৯৮৪ সালে আরএসএস-এর প্রচারক হিসেবে কাজ শুরু করেন। তারপর ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে আরএসএস-এর দায়িত্বে ছিলেন তিনি। ২০১৪ সালে বিজেপিতে নিয়ে আসা হয় দিলীপ ঘোষকে।

  • 4/8

২০১৫ সালে তাঁকে পশ্চিমবঙ্গে দলের রাজ্য সভাপতি করে বিজেপি। তৎকালীন রাজ্য সভাপতি রাহুল সিনহার (Rahul Sinha) থেকে দায়িত্বভার বুঝে নেন তিনি। আর সেই সঙ্গেই রাজ্য বিজেপিতে শুরু হয় 'দিলীপ কাল'। প্রথম থেকেই একেবারে মাঠে নেমে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে দেখা যায় দিলীপ ঘোষকে। 

  • 5/8

রাজনৈতিক বিশেষজ্ঞদের প্রায় সকলেই মনে করেন, দিলীপ ঘোষের হাত ধরেই ক্রমে বাংলায় সংগঠনকে শক্তিশালী করতে শুরু করে বিজেপি। দলের প্রয়োজনে শহর কলকাতা থেকে জেলা, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র ছুটে গিয়েছেন তিনি। তাঁর নেতৃত্বে লড়াই করে ২০১৬ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে ৩টি আসন দখল করে গেরুয়া শিবির। খড়গপুর সদর কেন্দ্রে দীর্ঘদিনের বিধায়ক জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে জেতেন দিলীপ নিজেও। 

  • 6/8

এরপর ২০১৯-এর লোকসভা নির্বাচনেও রাজ্যে দলকে বড়সড় সাফল্য এনে দেন দিলীপ। রাজ্যে বিজেপির সাংসদ সংখ্যা ২ থেকে বেড়ে দাঁড়ায় ১৮-তে। সেবারেও মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন বিজেপির রাজ্য সভাপতি। 

  • 7/8

পরবর্তী সময় ২০২১-এর নির্বাচনে বিজেপি (BJP) জয় না পেলেও বিধায়ক সংখ্যা ৩ থেকে বেড়ে দাঁড়ায় ৭৭-এ। আর তার নেপথ্যেও দিলীপ ঘোষের বিরাট ভূমিকা রয়েছে বলে মনে করে ওয়াকিবহালমহল। 

  • 8/8

তবে পশ্চিমবঙ্গে দলের সংগঠনকে মজবুত করলেও বিভিন্ন সময় নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ। যদিও সেই সমস্ত বিতর্ক অবশ্য থামাতে পারেনি তাঁকে। নিজস্ব ঢঙেই কাজ করে গিয়েছেন তিনি। আর এবার রাজ্যের গণ্ডি ছাড়িয়ে কেন্দ্রীয় স্তরে নেতৃত্ব দিতে চলেছেন দিলীপ ঘোষ। 

Advertisement
Advertisement