Advertisement

পশ্চিমবঙ্গ

Durga Saptami Weather Forecast:পরিষ্কার আকাশ না বৃষ্টির ভ্রূকুটি? সপ্তমী নিয়ে যা জানাল হাওয়া অফিস

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 11 Oct 2021,
  • Updated 5:56 PM IST
  • 1/11

পঞ্চমীর দিন রাজ্যে সেভাবে বৃষ্টি হয়নি। আকাশের মুখ মাঝে মধ্যে ভার হয়ে থাকলেও বৃষ্টি আছড়ে পড়েনি। তাই প্যান্ডেলে প্যান্ডেলে নেমেছিল মানুষের ঢল। ষষ্ঠীতেও সেই একই ধারা বজায় রয়েছে। 
 

  • 2/11

পুজোর বাকি দিনগুলোও এমন কাটুক, তাই এখন মায়ের কাছে প্রার্থনা রাজ্যবাসীর। যদিও আবহাওয়া দফতর এখনও সেই আশ্বাস দিতে পারছে না। বরং ১৩ থেকে ১৫ অক্টোবর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে, এমনটাই পূর্বাভাস।
 

  • 3/11

হাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ু আজ সোমাবার ১১ তারিখ পশ্চিমবঙ্গের কিছু জায়গা থেকে বিদায় নিচ্ছে । এদিন মৌসুমী বায়ু শিলিগুড়ি ,মালদা, শ্রীনিকেতন ,মেদিনীপুর পুরুলিয়া   ও বাঁকুড়ার কিছু অংশ  থেকে বিদায় নিচ্ছে ।
 

  • 4/11

আগামী দু'দিনের মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে। 

  • 5/11

তবে বর্ষা বিদায় নিলেও বৃষ্টির ভ্রূকুটি  থামছে না। আগামী ১৩  তারিখ নাগাদ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরের  ওপরে একটি নিম্নচাপ তৈরি হবে যেটা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৫ তারিখ ওড়িশা ও অন্ধ্র উপকূলে প্রবেশ করবে। যার ফলে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 6/11

পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই জায়গাতেই ষষ্ঠী ও সপ্তমী  মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে ।বৃষ্টির  খুব একটা সম্ভাবনা নেই।
 

  • 7/11


১৩  তারিখ অর্থাৎ অষ্টমীর দিন  দক্ষিণবঙ্গের ২ মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা, হাওড়া ,হুগলি এবং  কলকাতার কয়েক জায়গায় খুব হালকা বৃষ্টিপাত হবে, বাকি জায়গার শুষ্ক আবহাওয়া থাকবে।

  • 8/11

১৪ তারিখ অর্থাৎ নবমীর দিন দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ,হুগলি ,কলকাতায় বৃষ্টির পরিমাণ একটু বাড়বে।

  • 9/11


১৫ তারিখ দশমীর দিন দক্ষিণবঙ্গের  সমস্ত জেলায় বৃষ্টিপাত হবে। উপকূলীয় জেলাগুলিতে  বৃষ্টি একটু বেশি হবে। 
 

  • 10/11

উত্তরবঙ্গে  অবশ্য সপ্তমী-অষ্টমী ও নবমী মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে । ১৫ তারিখ দশমীর দিন  উত্তরবঙ্গের মালদাতে হালকা বৃষ্টি হবে।

  • 11/11

 নিম্নচাপের হাত ধরে উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব দক্ষিণবঙ্গে বাড়বে ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ১৬ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement