Advertisement

পশ্চিমবঙ্গ

কান ঘেসে গিয়েছিল পাক বুলেট! বিজয় দিবসে স্মৃতিচারণ সেদিনের সেনানীর

ভোলানাথ সাহা
  • হুগলি,
  • 26 Jul 2021,
  • Updated 11:04 PM IST
  • 1/5

১৯৯৯ সালের ২৬ জুলাই। এই দিনেই কার্গিলে পাক সেনাবাহিনীকে যুদ্ধে হারিয়েছিল ভারতীয় সেনা। টাইগার হিলে সেটা ছিল উৎসবের দিন। সেই যুদ্ধে অংশ নিয়েছেন হুগলির ব্যান্ডেলের বাসিন্দা প্রবীর কুমার দাস।

  • 2/5

এদিন সেই যুদ্ধের স্মৃতিরোমন্থন করতে দেখা গেল প্রবীর কুমার দাসকে। একইসঙ্গে গলায় ঝড়ে পড়ল সঙ্গীদের হারানোর বেদনা। প্রবীর কুমার দাসের কথায়, যুদ্ধের আগে কার্গিল বাজারে গোলা বর্ষণ শুরু করে পাক বাহিনী।

  • 3/5

সেই সময় সেনাবাহিনীর অ্যাডমিনিস্ট্রেশনের কাজে নিযুক্ত ছিলেন তিনি। যুদ্ধের দিনগুলির স্মৃতিচারণ করতে গিয়ে এদিও তাঁর চোখের সামনে কার্যত ভেসে ওঠে সেইসব রক্তাক্ত দৃশ্য।

  • 4/5

পাকিস্তানের বুলেট তাঁর কান ঘেঁসে বেড়িয়ে গিয়েছিল। তিনি জানাচ্ছেন, রাতের অন্ধকার থাকতেই মজুত করতে হতো সারাদিনের খাবার। শত্রুর নজর থেকে বাঁচতে সন্ধের পর বাঙ্কারে আলো জ্বালান ছিল নিষিদ্ধ।

  • 5/5

মাইনাস সতেরো ডিগ্রি তাপমাত্রায়, একদিকে যেমন ছিল নিঃশ্বাস নেওয়ার অসুবিধা, তেমনই ছিল চ্যালেঞ্জিং জীবন। তবুও দেশ মাতৃকার সম্মান রক্ষায় সে ছিল এক মরণপণ লড়াই। অবশেষে ১৯৯৯-এর ২৬ জুলাই সেই লড়াই জয় এনে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনীকে।  

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement