Advertisement

পশ্চিমবঙ্গ

এবার নারায়ণপুর থেকে গ্রেফতার ভুয়ো জাতীয় মানবাধিকার অফিসার

অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 25 Sep 2021,
  • Updated 8:17 PM IST
  • 1/5

শহরে ভুয়ো আইএএস, আইপিএস গ্রেফতারের পর এবার নারায়ণপুর এলাকা থেকে একজন ভুয়ো জাতীয় মানবাধিকার অফিসারকে গ্রেফতার করা হয়েছে। 
 

  • 2/5

শুক্রবার রাতে নাকা চেকিংয়ের সময় নারায়ণপুর থানার পুলিশ কর্মকর্তারা ভারতের সচিব জাতীয় মানবাধিকার কমিটির বোর্ড লাগানো ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
 

  • 3/5

পুলিশ কর্মকর্তারা শুক্রবার ডিরোজিও কলেজের কাছে জোগারডাঙ্গা এলাকায় নাকা চেকিং চালাচ্ছিলেন। একটি সাদা এসইউভির উইন্ডসিল্ডের বাঁ দিকে জাতীয় মানবাধিকার কমিটির সচিব ভারতের বোর্ড লাগানো গাড়ি পুলিশের দিকে এগিয়ে আসে। গাড়ির ভিতরে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে সে এই পদাধিকারী বলে দাবি করেন।

  • 4/5

সন্দেহ হলে পুলিশ ওই ব্যক্তির পরিচয়পত্র দেখতে চায়। দেখা যায় গাড়ির উইন্ডশিল্ডে যে পদবিযুক্ত নাম ছিল, সেটি ওই ব্যক্তি দেখতে সক্ষম হয়নি।
 

  • 5/5

পুলিশ ওই ভুয়ো মানবাধিকার অফিসারকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম আকাশ ভান্ডাওয়াত। জিজ্ঞাসাবাদের সময় সে জানায় তিনি মানবাধিকার কমিশনের অফিসার নয়। পুলিশ তার এই কর্মকাণ্ডের পিছনে উদ্দেশ্য জানার চেষ্টা করছে।
 

Advertisement
Advertisement