Advertisement

পশ্চিমবঙ্গ

Ganga Sagar Mela 2022: মাস্ক নয়, 'মকর'ই মুখ্য! গঙ্গাসাগরে ভিড় করে চলছে পুণ্যস্নান

প্রসেনজিৎ সাহা
  • কলকাতা,
  • 14 Jan 2022,
  • Updated 10:02 AM IST
  • 1/8

আজ পৌষসংক্রান্তি (Poshsankranti)। করোনার সমস্ত বিধি উড়িয়েই ভিড় জমিয়ে গঙ্গাসাগরে (Gangasagar) চলছে দেদার গঙ্গাস্নান। মাস্ক না পরেই ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা।
 

  • 2/8

শুক্রবার ভোর থেকেই মকরসংক্রান্তির তিথিতে লক্ষ লক্ষ মানুষের সমাগম দেখা যায় গঙ্গাসাগরের বেলাভূমিতে। কপিল মুনির আশ্রমেও ভিড় করেছেন ভক্তরা।
 

  • 3/8

সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা থাকলেও কোনওভাবেই সেসব নিষেধাজ্ঞা মানা হয়নি। ৫০ জনের বেশি মানুষের জমায়েতে বারণ থাকলেও গাদাগাদি করে মানুষকে ভিড় করতে দেখা গেছে সাগর প্রাঙ্গণে। 
 

  • 4/8

উচ্চ আদালতের নির্দেশের পরেও গঙ্গাসাগর মেলা চত্বরের ছবি অন্য কথা বলছে। মেলা প্রাঙ্গণে আদালতের নির্দেশ পালন সেভাবে দেখা গেল না। 
 

  • 5/8

দেশে একদিকে আড়াই লক্ষ পেরিয়েছে করোনা সংক্ৰমিতের সংখ্যা। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ছাড়িয়েছে করোনা সংক্ৰমণ। তার মধ্যেই জমিয়ে পালন হচ্ছে গঙ্গাসাগরের পুণ্য স্নান।
 

  • 6/8

নিষেধাজ্ঞা উড়িয়ে মকর সংক্রান্তির আগেই হাজার হাজার মানুষ স্নান করলেন সাগরের জলে। পাশাপাশি পুজো দিলেন কপিল মুনির মন্দিরে। উচ্চ আদালতের নজরদারি কমিটি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখলেও এই ছবির তেমন কোনও পরিবর্তন হয়নি।
 

  • 7/8

লাগাতার মাইকে প্রচার চলছে করোনা বিধি মেনে চলার জন্য। কিন্তু তা মানছেন না অনেকেই। উচ্চ আদালতের নির্দেশে সাগরে স্নানে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। 
 

  • 8/8

এ বিষয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে বাড়তি কোনও উদ্যোগ নেওয়া হয়নি। আদালতের তৈরি কমিটির সদস্যরা শুক্রবার সকালে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। সমুদ্রতটে ঘুরে দেখেন। কিন্তু তারপরও এই জমায়েত বন্ধ করার কোন উদ্যোগ নিতে দেখা যায়নি প্রশাসনকে।
 

Advertisement
Advertisement