Advertisement

পশ্চিমবঙ্গ

Jaydev Kenduli Mela 2022 : মেলা আছে, ভিড় কম, অজয়ের পাড়ে কাঁদছে কেঁদুলি

ভাস্কর মুখোপাধ্যায়
  • জয়দেব,
  • 14 Jan 2022,
  • Updated 11:28 AM IST
  • 1/13

Jaydev Kenduli Mela 2022: কোভিড বিধি মানতে কড়া প্রশাসন। জয়দেব মেলা (Jaydev Kenduli Mela)-তে ভিড় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের। অজয় নদে পুণ্যস্নান চলছে।

আরও পড়ুন: বিয়ের পর প্রথম Christmas Celebration ভিকি-ক্যাটরিনার, দেখুুন PHOTOS

  • 2/13

কোভিড বিধি মেনে মকর সংক্রান্তিতে পুণ্যস্নানের পাশাপাশি এবার ছোট করে হতে হচ্ছে জয়দেব মেলা (Jaydev Kenduli Mela)। অজয় নদের চরের পাশাপাশি রাধবিনোদ মন্দির ঘিরে এই মেলা বসেছে। কঠোর ভাবে কোভিডবিধি যাতে মানা হয় তার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। মেলাতে কোভিড সেন্টারের পাশাপাশি থাকছে একাধিক চেক পয়েন্ট। 

আরও পড়ুন: মা সারদার জন্মতিথিতে বেলুড়ে ভক্তরা, আবেগে চোখে জল

  • 3/13

ক্ষুদ্র কুটিরশিল্প ও বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, এই মেলা (Jaydev Kenduli Mela) আউল বাউলের মেলা। মূলত তাঁদের কথা ভেবে এই মেলা করার সিদ্ধান্ত হয়েছে। এবার মেলা হবে কোভিড বিধি মেনে। সবাই যেন মাস্ক পড়ে আসেন, তার অনুরোধ করা হচ্ছে। প্রশাসনের তরফে নজরদারি চালানো হবে। 
 
আরও পড়ুন: জানুয়ারিতে ১৬ দিন বন্ধ ব্য়াঙ্ক, দেখে নিন সেই লিস্ট, হয়রানি কমবে

  • 4/13

বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব পঞ্চায়েত অজয় নদের পারে জয়দেব কেঁদুলি গ্রামে। এখানেই কবি জয়দেব জন্মগ্রহণ করে ছিলেন। বারো- তেরো শতকে রাজা লক্ষ্মন সেনের সভাকবি ছিলেন কবি  জয়দেব। তিনি সংস্কৃততে 'গীত গোবিন্দ' রচনা করেছিলেন। সে সময় মূলত তার উদ্দ্যোগেই জয়দেব-কেঁদুলি সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। 

আরও পড়ুন: বাঘ ঢুকেছে গ্রামে, ঘুম উড়েছে কুলতলির, চলছে খোঁজ

  • 5/13

বিভিন্ন ধর্মের আলোচনার পাশাপাশি ধর্মপ্রচারের কেন্দ্র হিসাবে পরিচিতি পেয়ে ছিল জয়দেব-কেঁদুলি (Jaydev Kenduli)-তে তৈরি হয়েছিলে একাধিক মঠ। পরে বর্ধমানের মহারানী ব্রজকিশোরীর উদ্দ্যোগে ১৬৮৩ সালে জয়দেবে রাধবিনোদ মন্দির তৈরি করা হয়। 

আরও পড়ুন: গোল্ডেন শর্ট ড্রেসে Mouni Roy Christmas আরও ঝলমলে বানালেন

  • 6/13

ফি বছর জানুয়ারী মাসে জয়দেবে মেলা (Jaydev Kenduli Mela) বসে। সেখানে দেশ-বিদেশ থেকে কয়েক হাজার বাউল,ফকির এই মেলাতে ভিড় জমান। এছাড়াও জয়দেবে একাধিক মঠ ও আশ্রম রয়েছে। সেখানেও বাউলেরা থাকেন।

আরও পড়ুন: 'শিশুদের COVID টিকা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত বিজ্ঞানসম্মত নয়,' বলছেন AIIMS-এর গবেষক

  • 7/13

শতাব্দী প্রাচীন এই মেলা (Jaydev Kenduli Mela)-র বৈশিষ্ট এই মেলাতে বিভিন্ন ধর্মের মানুষ আসেন ধর্ম প্রচারের লক্ষ্যে। মেলার বড় অংশ বসে একাধিক আখড়া। সেখানে মেলা কয়েক দিন চলে ধর্ম প্রাচার এবং আলোচনা।

 

  • 8/13

বাউল, কীর্তন এবং সুফি গানের আসরে ভিড় জমান দেশ-বিদেশ থেকে আসা হাজার হাজার মানুষ। বিভিন্ন আখড়াতে বিনামূল্যে মেলে দু'বেলা ভোগ।

  • 9/13

কিন্তু করোনা (Corona)-র কারণে এবার সেই মেলা (Jaydev Kenduli Mela) ছোট করে করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। থাকছে মকর সংক্রান্তি (Makar Sangkranti)-র ভোরে অজয় নদে পুণ্যস্নান। এদের জন্য অজয়ে দু'টি ঘাট তৈরি করা হচ্ছে। বাইরের পুণ্য়ার্থীদের স্নানের অনুমতি দেওয়া হবে না।

 

  • 10/13

এ বছর মেলা মকরসংক্রান্তির দিন পুণ্যস্নান দিয়ে শুরু হয়েছে। অজয়ের চরে এবং মন্দির সংলগ্ন এলাকায় মেলা (Jaydev Kenduli Mela) বসেছে। থাকছে দোকান। পুরোটাই হবে কোভিড বিধি মেনে। 

  • 11/13

মেলায় মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা থাকছে। যাঁরা মেলায় আসবেন, তাঁদের প্রত্যেককে বলা হচ্ছে মাস্ক পরে আসতে হবে।  মেলাতে একটি কোভিড সেন্টার থাকছে। মেলা ২৫০টির মতো শৌচালয় থাকছে। মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য দু'টি আলাদা করে সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। ৫০টি ডাস্টবিন করা হয়েছে মেলার বিভিন্ন প্রান্তে। 

 

  • 12/13

দু'টি স্নান ঘাট তৈরি করা হয়েছে।  মেলায় নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করতে এবার ৫০টি সিসিটিভি বসানো হয়েছে মেলা জুড়ে। মেলাতে ঢোকার আগে যেখানে পার্কিং থাকবে সেখানে ড্রপ গেট থাকবে। এই রকম ১২টি ড্রপ গেট থাকবে মেলা (Jaydev Kenduli Mela)য়। পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত।

  • 13/13

ইলামবাজার ব্লকের বিডিও শেখ জসিমউদ্দিন বলেন, মেলা (Jaydev Kenduli Mela)-য় যাতে করোনা বিধি মানা হয়, তার জন্য সেখানে করোনা সেন্টার থাকবে। মাস্ক এবং স্যানিটাইজারের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। নিরাপত্তার জন্য সিসিটিভি থাকবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement