অদ্ভুত দর্শন এক ছাগলের জন্ম হল পূর্ব বর্ধমান (East Burdwan) জেলার মঙ্গলকোটের (Mongalkote) কৈচর গ্রামে।
৮টি পা ও ৩টি কান নিয়ে জন্ম হয় ছাগলটির। যদিও শেষ পর্যন্ত বাঁচান যায়নি ছাগলটিকে।
জানা গিয়েছে রবিবার কৈচর গ্রামের বাসিন্দা আজিজুল শেখের একটি ছাগল দুটি ছানা প্রসব করে। ছাগলছানা (Goat Cubs) দুটির মধ্যে একটি স্বাভাবিক হলেও অপরটি জন্মায় ৮টি পা ও ৩টি কান নিয়ে।
অদ্ভু দর্শন এই ছাগলটির কথা ছড়িয়ে পড়তেই সেটিকে দেখতে ভিড় জমান গ্রামবসীরা। তাঁরা জানাচ্ছেন, এই ধরণের ছাগল তাঁরা আগে কখনও দেখেননি।
যদিও জন্মের পর বেশিক্ষণ বাঁচেনি ওই ছাগলছানাটি। একঘণ্টা পরেই মৃত্যু হয় সেটির।