Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS : ৮ পা-৩ কান বিশিষ্ট ছাগলের জন্ম, দেখতে উপচে পড়ল ভিড়

সুজাতা মেহরা
  • মঙ্গলকোট,
  • 17 Oct 2021,
  • Updated 7:00 PM IST
  • 1/5

অদ্ভুত দর্শন এক ছাগলের জন্ম হল পূর্ব বর্ধমান (East Burdwan) জেলার মঙ্গলকোটের (Mongalkote) কৈচর গ্রামে। 

  • 2/5

৮টি পা ও ৩টি কান নিয়ে জন্ম হয় ছাগলটির। যদিও শেষ পর্যন্ত বাঁচান যায়নি ছাগলটিকে। 

  • 3/5

জানা গিয়েছে রবিবার কৈচর গ্রামের বাসিন্দা আজিজুল শেখের একটি ছাগল দুটি ছানা প্রসব করে। ছাগলছানা (Goat Cubs) দুটির মধ্যে একটি স্বাভাবিক হলেও অপরটি জন্মায় ৮টি পা ও ৩টি কান নিয়ে। 

  • 4/5

অদ্ভু দর্শন এই ছাগলটির কথা ছড়িয়ে পড়তেই সেটিকে দেখতে ভিড় জমান গ্রামবসীরা। তাঁরা জানাচ্ছেন, এই ধরণের ছাগল তাঁরা আগে কখনও দেখেননি।

  • 5/5

যদিও জন্মের পর বেশিক্ষণ বাঁচেনি ওই ছাগলছানাটি। একঘণ্টা পরেই মৃত্যু হয় সেটির। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement