Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : নিম্নচাপের জেরে কোন জেলায় কেমন বৃষ্টি হবে? জানুন বিস্তারিত

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Oct 2021,
  • Updated 8:06 PM IST
  • 1/10

দুর্গাপুজো শেষ, তারপরেও বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গের। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, মধ্য বঙ্গোপসাগরের উত্তরাংশ ও পার্শ্ববর্তী অঞ্চলে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এটি আগামী ২৪ ঘণ্টায় ওড়িষা-অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছবে। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের (South Bengal) অধিকাংশ জায়গায় আজ থেকে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। 
 

  • 2/10

১৭ অক্টোবর 
দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 
 

  • 3/10

১৮ অক্টোবর 
ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। যার জেরে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 
 

  • 4/10

১৯ ও ২০ অক্টোবর 
আগামী ১৯ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে। ফলে ওই জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশপাশি ২০ তারিখ ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদের কয়েকটি অঞ্চলে। যার জেরে ২০ তারিখ হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই জেলাগুলিতে। 

  • 5/10

দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গও (North Bengal)। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ১৮ থেকে ২০ তারিখ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। 


 

  • 6/10

১৮ অক্টোবর
ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পং-এর কয়েক জায়গায়। ফলে এই ওই দিন এই ৩ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 
 

  • 7/10

১৯ অক্টোবর
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু অংশে। যার জেরে জারি রয়েছে কমলা সতর্কতা। একইসঙ্গে হলুদ সতর্কতা হয়েছে মালদা ও দুই দিনাজপুরের কিছু অংশে।
 

  • 8/10

২০ অক্টোবর
এই দিন কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় হলুদ সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। 
 

  • 9/10

বৃষ্টির পাশাপাশি কিছু কিছু জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ১৯ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার ওপরেও রয়েছে নিষেধাজ্ঞা। 

  • 10/10

একইসঙ্গে এই পরস্থিতিতে পার্বত্য অঞ্চলে ভূমিধস, নদীর জলস্তর বৃদ্ধি, নিচু এলাকায় জল জমা এবং মাঠের ফসলের ক্ষতিরও আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর। তাছাড়া নিরাপত্তার স্বার্থে পর্যটকদের সমুদ্রে না নামা, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং বিপজ্জনক বাড়ি থেকে সরে থাকারই পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement