Advertisement

পশ্চিমবঙ্গ

Heavy Rain Alert: টানা সাতদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভাসবে বাংলার এই জেলাগুলি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Aug 2022,
  • Updated 7:03 AM IST
  • 1/9

Rain Forecast: দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। তারই মধ্যে বেড়েছে তাপমাত্রা। ফলে ভ্যাপসা গরমে জেরবার। এতদিনেও ভারী বৃষ্টিপাতের দেখা মেলেনি। 
 

  • 2/9

তবে এবার খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
 

  • 3/9

হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। তার জেরেই আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
 

  • 4/9

সোমবার দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
 

  • 5/9

মঙ্গলবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। 
 

  • 6/9

উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয়ের পাদদেশের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।  

  • 7/9

ফলে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা প্রবল। ধস নামতে পারে বলে মনে করা হচ্ছে।
 

  • 8/9

আজ, সোমবার আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
 

  • 9/9

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement