Advertisement

পশ্চিমবঙ্গ

Hilsa Crisis: ফরাক্কার গঙ্গাতে ইলিশের আকাল! মাথায় হাত মৎস্যজীবীদের

গোপাল ঠাকুর
  • 28 Oct 2021,
  • Updated 11:42 AM IST
  • 1/6

বাঙালির পাতে মাছ পড়লে আর কিছুই চাইনা, তা-ও আবার ইলিশ! আর সেই ইলিশেরই আকাল দেখা দিয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার গঙ্গাতে। ইলিশের যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে মুর্শিদাবাদের ফরাক্কা-সহ অন্যান্য জায়গার মৎস্যজীবীদের।

  • 2/6

মুর্শিদাবাদ ফরাক্কার গঙ্গায় এই বছর ইলিশ জালে ওঠেনি বললেই চলে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে ফরাক্কা-সহ অন্যান্য বহু এলাকার মৎস্যজীবীদের। বিগত প্রায় এক মাস ধরে ফরাক্কায় গঙ্গার জলে বার বার জাল ফেলেও ইলিশ উঠছে হাতেগোনা!

  • 3/6

প্রতি বছর এই সময়টাই মুর্শিদাবাদের ফরাক্কার গঙ্গায় ইলিশ মাছ ভালো ভাবেই ধরা দেয় মৎস্যজীবীদের জলে। কিন্তু এই বছর মুর্শিদাবাদের ফরাক্কার গঙ্গায় ইলিশ মাছ নেই বললে চলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৎস্যজীবীরা জাল ফেলে ইলিশ মাছের আশায় কিন্তু জলে ধরা দিচ্ছে না ইলিশ ফলে হতাশ মনে ফিরতে হচ্ছে মৎস্যচাষীদের।

  • 4/6

মুর্শিদাবাদের ফরাক্কা গঙ্গাতে ইলিশ ধরতে  এসেছেন মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে কেও বা এসেছেন পার্শবর্তী জেলা থেকেও শুধু ইলিশ মাছ ধরে কিছুটা আর্থিক উপার্জন বেশি করার লক্ষ্যে নিয়ে। কিন্তু বিগত কুড়ি দিন ধরে ইলিশ মাছের জোগান নেই বলে দাবি করছে মৎস্যজীবীরা।

  • 5/6

মৎস্যজীবীদের কথায়, প্রতি বছর যেখানে একটি নৌকাতে কুইন্টাল ভর্তি ইলিশ ওঠে সেখানে এ বছর মাত্র একটি থেকে দুটি ইলিশ উঠছে জালে। যার ফলে প্রতিদিনের খরচ উঠছে না, ফলে কী ভাবে বাড়ি ফির যাবেন তাও বুঝে উঠতে পারছেন না।

  • 6/6

অন্যদিকে ঝাড়খন্ড জেলা থেকে এক ইলিশ মাছ কিনতে আশা ক্রেতা জানান প্রতি বছরের তুলনায় এই ইলিশ নেই বললে চলে, আগে যেমন একটা জায়গা থেকে যতটা দরকার ইলিশ কিনতে পারলাম কিন্তু এখন ইলিশের চাহিদা মিটাতে অন্যানো জায়গাতেও যেতে হচ্ছে ইলিশ কিনতে।

Advertisement
Advertisement