ঘোষণা হয়ে গিয়েছে আগেই। সেই মতো বুধবার বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে (India) এল ইলিশ (Hilsa Fish)।
এদিন পেট্রাপোল সীমান্ত দিয়ে ৩টি ট্রাকে পশ্চিমবঙ্গে (West Bengal) আসে মোট ১৬ টন ইলিশ মাছ। আগামী কয়েকদিনের মধ্যে আরও ২০০ টন ঢুকবে বলে জানা যাচ্ছে।
সবমিলিয়ে পুজর আগে আসবে মোট ২০৮০ টন ইলিশ। এদিন একটি ইলিশ ব্যবসায়ী সংস্থার তরফে জানানো হয়, যে মাছগুলি এসেছে সেগুলির ওজন গড়ে ১ কেজি থেকে ১ কেজি ২৫০ গ্রাম। বর্তমান বাজার দর অনুযায়ী এই মাছগুলির দাম উঠবে প্রায় কেজি প্রতি ১৭০০-১৮০০ টাকা।
প্রসঙ্গত, আসন্ন দুর্গাপুজোর কথা মাথায় রেখে গত সোমবারই ভারতে ইলিশ রফতানির অনুমতি দেয় বাংলাদেশের শেখ হাসিনার সরকার।
ইলিশ মাছ রফতানির বিষয়ে প্রাপ্ত আবেদনগুলি বাছাই করে শর্তসাপেক্ষে ৫২টি প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি দেওয়া হয়েছে।
এই অনুমতির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। সেক্ষেত্রে এখন শুধু পদ্মার (Padma River) ইলিশ এপার বাংলার ভোজনরসিকদের পাতে ওঠার অপেক্ষা।