Advertisement

পশ্চিমবঙ্গ

পিএসি চেয়ারম্যানের নাম পাঠিয়ে দিয়েছি, ইচ্ছে না হলে করবেন না : দিলীপ

অসীম দত্ত
  • আলিপুরদুয়ার,
  • 27 Jun 2021,
  • Updated 5:16 PM IST
  • 1/12

বাংলার মেয়েকে মেদিনীপুরের মানুষ বিদায় দিয়েছেন। তিনি হেরে গিয়ে পেছনের দরজা দিয়ে ঢুকে মুখ্যমন্ত্রী হয়েছেন। এখন উপনির্বাচনের জন্য তিনি ব্যস্ত হয়ে গিয়ে ছেন।
 

  • 2/12

মুখ্যমন্ত্রী হবার জন্য তিনি কেন এতো আগ্রহী? রবিবার আলিপুরদুয়ারে সাংগঠনিক কাজে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

  • 3/12

এদিন দলীয় বৈঠকে আলিপুরদুয়ারে উপস্থিত হন দিলীপবাবু। তার আগে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ আলিপুরদুয়ার জৈন ভবনে একটি সাংবাদিক সম্মেলন করেন।

  • 4/12

সেই বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ বলেন গত দুবছর ধরে রাজ্যে পুরসভার নির্বাচন করা হয়নি। মানুষ কষ্টে রয়েছেন। আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উপনির্বাচনের দাবিতে ব্যস্ত হয়ে উঠেছেন।
 

  • 5/12

মুখ্যমন্ত্রী হতে ওঁর কেন এত আগ্রহ? দাবি করেন দিলীপবাবু। উনি ছ মাস অপেক্ষা করতে পারছেন না ! দিলীপ বলেন আমি মিউনিসিপালিটি নির্বাচন আগে চাই। দু বছর ধরে রাজ্যের পুরসভার নির্বাচন করা হচ্ছে না। সেদিকে ওঁর কোনও নজর নেই।

  • 6/12

দিলীপ বলেন উপনির্বাচন আমাদের হাতে নেই।উপনির্বাচন করবেন নির্বাচন কমিশন। কিন্তু পুরসভার নির্বাচন রয়েছে রাজ্যের হাতে। দিলীপ ঘোষ বলেন, আমাদের হাতে ক্ষমতা থাকলে দুটো নির্বাচন একসাথে করাতাম।
 

  • 7/12

এদিন পিএসি চেয়ারম্যান নিয়ে দিলীপ ঘোষ বলেন, আমারা বিরোধী দল হিসেবে পিএসির চেয়ারম্যানের নাম স্পিকারের কাছে পাঠিয়ে দিয়েছি।বিরোধী দল হিসেবে নাম পাঠাতে হয়। তাই আমরা নাম পাঠিয়ে দিয়েছি।

  • 8/12

সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান হবার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী পরিস্কার করে বলে দিন, বিরোধী দল থেকে তিনি পিএসি চেয়ারম্যান হতে দেবেন না। চেয়ারম্যান নিয়ে কে মারামারি করতে যাবে?
 

  • 9/12

বিজেপি সভাপতির দাবি,  মুখ্যমন্ত্রী কোনও নিয়ম কানুন মানে না। পিএসি চেয়ারম্যান নিয়ে ভোটাভুটির কোন প্রশ্ন নেই। মুখ্যমন্ত্রী ইচ্ছা করলে এমনি পিএসির চেয়ারম্যান করে দিতে পারেন। উনি কোন সংবিধান মানেন না।
 

  • 10/12

এদিন দিলীপ ঘোষের সাংগঠনিক আলোচনায় হাজির ছিলেন আলিপুরদুয়ার জেলার চার বিজেপির বিধায়ক। তবে কলকাতায় থাকার কারণে মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা উপস্থিত ছিলেন না।


 

  • 11/12

অন্যদিকে বিধানসভা নির্বাচনের পর এই প্রথম বিজেপির রাজ্য সভাপতি আলিপুরদুয়ারে এলেও অনুপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলাও। 

  • 12/12

এদিন আলিপুরদুয়ারের বিধায়কদের সঙ্গে দলীয় বৈঠকে তাঁদের মনোভাব বুঝতে চান বলে জানা গিয়েছে। যেভাবে একের পর এক বিধায়ক বিজেপির টিকিটে জিতে তৃণমূলে চলে যাচ্ছে, তাতে দল ধরে রাখাই মুশকিল হতে পারে বলে মনে করছে বিজেপি। ফলে বিধায়ক ও নেতাদের মনোভাব বোঝা দরকার দলের। কয়েকদিন আগেই বিজেপির এই জেলার সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে নতুন সভাপতি নির্বাচনও করা দরকার।

Advertisement
Advertisement