Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS : হাওড়ায় তৈরি হালদারদের তিরঙ্গার কদর ভিন রাজ্যেও

বৈদ্য়নাথ ঝা
  • হাওড়া,
  • 05 Aug 2021,
  • Updated 9:01 AM IST
  • 1/13

করোনার কারণে মার খেয়েছে সব কিছু। ব্য়বসা-বাণিজ্য থেকে চাকরি, লেখাপড়া- প্রভাবিত সব ক্ষেত্রেই।

  • 2/13

তবে বলা যেতে পারে, এই অবস্থার কিছুটা বদল হয়েছে। কিছু দিন আগে চাহিদা কিছুটা কম হলেও ৭৫ তম স্বাধীনতা দিবসের আগে চরম ব্যস্ততার মধ্যে হাওড়া পতাকা শিল্পীরা।

  • 3/13

তিন প্রজন্ম ধরে হাওড়া উনসানি দক্ষিণ পাড়ার বাসিন্দা রাজু হালদার ও তার পরিবারের সদস্যরা পতাকা তৈরি কারবারের সঙ্গে যুক্ত।

  • 4/13

সারা বছরই বিভিন্ন ধরনের পতাকা তৈরি করে থাকেন তারা। রাজনৈতিক দলের পতাকা তৈরির কাজে তাঁরা বেশি ব্যস্ত থাকেন।

  • 5/13

ভোট এলে তো কথাই নেই। তাঁদের ব্যস্ততা বেড়ে যায়। 

  • 6/13

তবে সেই সঙ্গে বছরে দু'টি সময় ব্যস্ত হয়ে পড়েন ভারতের জাতীয় পতাকা তৈরির কাজে। এক সঙ্গে নাওয়া-খাওয়া ভুলে দিনরাত এক করে কাজ করেন তাঁরা। শুধু হাওড়া বা কলকাতায় নয়, পশ্চিমবঙ্গ ও বাইরের বিভিন্ন রাজ্যে তাঁদের তৈরি জাতীয় পতাকা চাহিদা রয়েছে।

  • 7/13

তবে করোনো আবহে স্কুল কলেজ বন্ধ থাকায় ও বিভিন্ন ক্ষেত্রে সরকারি বিধি নিষেধ থাকার কারণে গত বছরের ন্যায় এ বছরও চাহিদা অনেকটাই কম বলে জানাচ্ছেন রাজু হালদার।

  • 8/13

সাধারণত ১৫ আগস্ট এবং ২৬ জানুয়ারি- এই দুটি সময় মাথায় রেখে তিন মাস আগের থেকে ব্যস্ত হয়ে পড়েন তারা সকলে।

  • 9/13

তবে লকডাউনের কারণে এ বছর কাজ শুরু হয়েছে দেরিতে এছাড়াও কাঁচামালের দাম আগের তুলনায় বেড়ে যাওয়ায় কিছুটা হলেও বেগ পেতে হয়েছে ব্যবসায়।
 

  • 10/13

সব মিলিয়ে বাজার মন্দা হলেও স্বাধীনতা দিবসের আগে চরম ব্যস্ত হাওড়া উনসানি পতাকা পাড়া।

  • 11/13

জাতীয় পতাকা তৈরি করতে করতে তাদের আবেগ এমনটাই যে নিজের ঘরবাড়ির রং জাতীয় পতাকার রঙে সাজিয়ে ফেলেছেন।

  • 12/13

 গোটা এলাকা দূর থেকে দেখলে বোঝা যায় যে এটি আর পাঁচটি বাড়ির থেকে কিছুটা আলাদা।

  • 13/13

এই বাড়িতে জাতীয় পতাকা তৈরি হয় যে রাজ্য ছাড়া ভিন রাজ্যের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। সেই অর্ডার যাতে সময় মতো দেওয়া যেতে পারে, তাই আজ ব্যস্ত ওঁরা।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement