Advertisement

পশ্চিমবঙ্গ

কুষ্ঠ রোগীদের টিকা দিতে ইউনিকের ডাকে শিলিগুড়িতে হাজির করিমূল হক

সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 27 Jun 2021,
  • Updated 7:12 AM IST
  • 1/18

কুষ্ঠ রোগীদের জন্য টিকার বন্দোবস্ত করে প্রশংসা কুড়োল শিলিগুড়ির ইউনিক ফাউন্ডেশন টিম। এমনিতেই নিজেদের মধ্যে নানা রকম কুণ্ঠা ও বিব্রতবোধ নিয়ে তাঁরা থাকেন।

  • 2/18

ফলে সবার সঙ্গে এক লাইনে দাঁড়িয়ে তাঁরা টিকা কেন যে কোনও ধরণের কাজেই তাঁরা দ্বিধাবোধ করেন। ফলে তাঁদের ক্ষেত্রে টিকাকরণে সমস্যা দেখা দিচ্ছিল।

  • 3/18

সমস্যার কথা কানে গিয়েছিল ইউনিক টিমের। এর আগেও তাঁরা নানা রকম উদ্যোগে শিলিগুড়ি ও  আসপাশের এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন।

  • 4/18

শিলিগুড়ি ছাড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগণার ইয়াস বিধ্বস্ত এলাকায় ত্রাণ নিয়ে ছুটে গিয়েছেন। ফলে তাঁদের কাছে এ ধরণের উদ্যোগ নিতে উদ্যম ও জনবল কোনওটারই খামতি ছিল না।

  • 5/18

খবর মিলতেই তাঁরা ঝাঁপিয়ে পড়লেন কুষ্ঠরোগীদের টিকাকরণের জন্য। এই উদ্যোগে শামিল হতে তাঁরা ডেকে নিলেন সামাজিক কাজ করে প্রায় কিংবদন্তীর পর্যায়ে নিয়ে যাওয়া করিমূল হককে।

  • 6/18

ইতিমধ্যেই পদ্মশ্রী পেয়েছেন। পেয়েছেন অ্যাম্বুল্যান্স দাদার তকমা। তবু এক যে কোনও সামাজিক কাজে এক ডাকে হাজির হন তিনি। এদিনও এলেন। উৎসাহ যোগালেন।

  • 7/18

প্রয়োজনে যে কোনও রকম সাহায্য করার প্রতিশ্রুতি এবং ডাকলে আবার আসবেন বলে প্রতিশ্রুতি দিয়ে গেলেন। তাঁর প্রতিশ্রুতিতে উৎসাহে টগবগ করে ফুটছিলেন উদ্যোক্তারাও।

  • 8/18

অবশ্য শুধু করিমূলই নন, উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজের চিকিৎসক ও সমাজকর্মী ডাঃ কল্যাণ খাঁ, প্রাক্তন বিধায়ক ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন চিকিৎসক ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

  • 9/18

এদিন উদ্যোগে শামিল হন রাজ্যের প্রাক্তন পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেবও। এমন উদ্যোগ আরও নেওয়া হলে সমাজের খারাপ দিকগুলিকে ছাপিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

  • 10/18

রবিবার শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিমের উদ্যোগে ২৭ জুন বর্ধমান রোডের কালোয়ার ভবনে সম্পূর্ণ বিনামূল্যে কুষ্ঠরোগীদের টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল।

  • 11/18

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক,  পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, ডাক্তার কল্যাণ খাঁ, ডাক্তার রুদ্রনাথ ভট্টাচার্য সহ অন্যান্যরা।

  • 12/18

এই অতিমারীর সময় করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউনিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এর আগে বিভিন্ন প্রান্তিক মানুষদের টিকাকরণ সম্পন্ন হয়েছে।

  • 13/18

এদিন ৪০ জন কুষ্ঠরোগীরা কোভিশিল্ড নেন। পাশাপাশি অসহায় মানুষের জন্য দিনরাত চব্বিশ ঘন্টা পরিষেবার লক্ষ্যে তাঁরা হাজির রয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের তরফে শক্তি পাল।                                     
 

  • 14/18

তবে ভ্যাকসিন নিয়ে কলকাতায় বিতর্ক তৈরি হওয়ায়  শিলিগুড়ির মহকুমাশাসক , পুরনিগমের কমিশনার,  পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান, পুলিশ সকলকে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়।

  • 15/18

ভ্যাকসিন প্রদান কর্মসূচি সম্পর্কে প্রশাসনের অনুমতি নিয়ে কোথা থেকে ভ্যাকসিন আনা হয়েছে সমস্ত তথ্য আগাম জানিয়েই এই টিকাকরণ অনুষ্ঠানটি সম্পূর্ণ করা হয়েছে।

  • 16/18

শক্তিবাবু জানান, ভাল কাজ করতে গিয়ে হিতে বিপরীত না হয়, তার জন্য আগাম সব রকম সতর্কতা নেওয়া হয়েছে। কোথাও কোনও রকম ফাঁক রাখা হয়নি।

  • 17/18

শুধু টিকা নয়, অক্সিজেন, খাবার, অ্যাম্বুল্যান্স পরিষেবা সমস্ত নিয়ে তাঁরা সারা বছর হাজির রয়েছেন। সেই সঙ্গে অবশ্য করোনা পরিস্থিতিতে তাঁরা বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করছেন।

  • 18/18

যে কোনও সময় যে কোনও মানুষ যদি তাঁদের সাহায্যের জন্য ফোন করে, তাহলে তাঁরা হাজির হয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন তাঁরা।

 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement