লকডাউনে অনেক জায়গায় বন্ধ হোটেল, রেস্তোরাঁ। কিছু কিছু জায়গায় অনুমতি মিললেও বাইরে খাবার খাব, কি খাব না, এই দ্বিধায় রয়েছে অধিকাংশ পুলিশকর্মী।
কর্মীদের এই সমস্যার কথা ভেবে শিলিগুড়ি পুলিশ এবার নিয়ে এল কিচেন অন হুইলস। অর্থাৎ ভ্রাম্যমাণ ভোজনালয়। বিশেষ করে যাঁরা বাজার এলাকার বাইরে নাকা চেকিং-এ নিযুক্ত রয়েছেন তাঁদের জন্য এই বন্দোবস্ত।
বুধবার শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা এই ভ্রাম্যমান গাড়ির উদ্বোধন করেন। এদিন থেকেই শিলিগুড়ির বিভিন্ন নাকা চেকিং পয়েন্টে ডিউটিরত পুলিশ কর্মীদের খাবার পৌঁছে দেওয়া হয়।
খাবারে আয়োজনও খারাপ নয়। ভাত, ডাল, তরকারি থেকে মাংস, চাটনি, মিস্টি মিলবে মেনুতে। সমস্তটাই পরিচালনা করছেন পুলিশকর্মীরা নিজেরাই।
তবে দুপুরে ভুরিভোজে কাজের গতি শ্লথ হয়ে যাবে কি না তা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। যদিও সে সব নিন্দুকের বাজে মন্তব্য বলে উড়িয়ে দিয়েছেন পুলিশ কর্তারা।
তবে শিলিগুড়ি কমিশনারেটের তরফে মহিলা পুলিশ অফিসারদের জন্য আরও একটি মোবাইল গাড়িও চালু করা হয়েছে। এই গাড়িটি, যা মহিলা পুলিশের জন্য চেঞ্জিং রুম কাম ওয়াশরুম হিসাবে কাজ করবে।
তা ছাড়াও আইসিইউ সরঞ্জাম লাগানো দুটি নিয়মিত পরিষেবা প্রদানকারী অ্যাম্বুলেন্স পরিষেবাও ডিউটিরত কর্মীদের তাৎক্ষণিক চিকিৎসার সহায়তার জন্য রাখা হয়েছে।