রথের দিন মানেই সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি, আকাশ মেঘলা। দুপুরের পর থেকে ভারী বৃষ্টি সন্ধে পর্যন্ত। রথযাত্রা মানেই এই দৃশ্য চোখের সামনে ভাসে সকলের। সেই চলতি নিয়ম মেনে ১২ জুলাই রথের দিনও ভিজলো শহর কলকাতা
আংশিক মেঘাচ্ছন্ন ছিল কলকাতার আকাশ। সেই সঙ্গে কলকাতা এবং শহরের আশেপাশের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হল। তবে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস।
এদিকে সোমবার রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূমে।
একটি নিম্নচাপ এই মুহূর্তে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপর এই মুহূর্তে একটি নিম্নচাপ অবস্থান করছে। আর একটা নিম্নচাপ অক্ষরেখা গুজরাত থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে কলকাতা-সহ দক্ষিণ বঙ্গে বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, মঙ্গলবার এবং বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যদিও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।
কলকাতা তে মেঘলা আকাশ থাকবে। মাঝে মাঝে বৃষ্টি হবে। তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেন্টিগ্রেডের আশে পাশে থাকবে।