Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Updates: বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা! বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে

Aajtak Bangla
  • 20 Feb 2021,
  • Updated 7:40 AM IST
  • 1/7

এবারের মত শীতের আর  ফিরে আসার কোনও সম্ভাবনা নেই। সরস্বতী পুজোর পর থেকেই আবহাওয়া সেটাই বলে দিচ্ছে। রাতে হালকা ঠাণ্ডা থাকলেও সেটাকে শীত বলা চলে না। 

  • 2/7


রাজ্যে যে বসন্ত এসে গিয়েছে তা স্পষ্ট। শোনা যাচ্ছে কোকিলের ডাকো। সেই সঙ্গে আস্তে আস্তে বাড়ছে তাপমাত্রার পারদও। এমনটাই বলছে আবহাওয়া দফতর। 
 

  • 3/7

তবে শহর কলকাতায় কিছুটা গরম অনুভব হলেও জেলাগুলিতে এখনও হালকা ঠাণ্ডা রয়েছে।

  • 4/7

 আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিনও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে  বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে হালকা  বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ,পশ্চিম মেদিনীপুরে।

  • 5/7

বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়,১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর শনিবার ২১ ডিগ্রি ছাড়াল শহরের সর্বনিম্ন তাপমাত্রা।
 

  • 6/7

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক বলেই দাবি হাওয়া অফিসের। 

  • 7/7

বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস তার জেরেই দু’এক দিনের মধ্যে হাল্কা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement