Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, ভ্যাপসা গরম থেকে স্বস্তি পাবে কলকাতা?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Aug 2021,
  • Updated 7:32 AM IST
  • 1/8


বুধবারও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।  হাওয়া অফিস বলছে এদিন  জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

  • 2/8

 বৃহস্পতিবার সকালে কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতেও। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে মালদা জেলাতে। 
 

  • 3/8

আলিপুর আবহাওয়া দফতর  বলছে, লাগাতার ভারী বৃষ্টির কারণে পাহাড়ি নদীগুলিতে ইতিমধ্যেই জল স্তর বৃদ্ধি পেয়েছে।  নীচু এলাকায়  প্লাবনের আশঙ্কা। পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনাও রয়েছে।

  • 4/8

এদিকে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার নাগাদ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
 

  • 5/8

গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম বাড়ছে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। তবে হাওয়া অফিস বলছে আরও বাড়বে এই অস্বস্তিজনক আবহাওয়া। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে।
 

  • 6/8

দক্ষিণবঙ্গের মত বৃষ্ট কমেছে দেশের মধ্যভারত, উত্তর-পশ্চিম ভারত এবং পশ্চিম উপকূলে। তবে ঘূর্ণাবর্তের হাত ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি ফের শুরু হতে চলেছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর । 
 

  • 7/8


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজকে কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে । পাশাপাশি কলকাতায় কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু খুব একটা ভারী বৃষ্টি হবে না কিংবা জলস্তর বেড়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন কলকাতার আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। কোন কোন জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে সকালের দিকে গরম থাকলেও আজকে বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে।

  • 8/8

বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে শহরে।  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫  ডিগ্রি  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ  ৯২  শতাংশ। সর্বনিম্ন  ৬৬  শতাংশ। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement